কথায় আছে জন্ম-মৃত্যু-বিয়ে তিন বিধাতা নিয়ে। জীবনসঙ্গী বাছাই করার আগে আমরা সকলেই চাই সেই সঙ্গী যেন মনের মতো হন। একই সঙ্গে সারা জীবন কাটানোর জন্য দাম্পত্যসঙ্গীর সঙ্গে স্বভাব ও মনের মিল থাকাও অত্যন্ত প্রয়োজনীয়। তা না হলে বিবাহিত জীবনের তাল কাটতে বাধ্য। জ্যোতিষমতে, রাশিচক্রের প্রত্যেকটি রাশির আলাদা আলাদা গুরুত্ব রয়েছে।
জ্যোতিষমতে প্রত্যেক রাশির জন্য কিছু রাশি রয়েছে যাদের জুটি রোমিও-জুলিয়েট বা লায়লা-মজনুর মতো উদাহরণ তৈরি করতে পারে। নির্দিষ্ট রাশির সঙ্গে কিছু রাশির জাতক-জাতিকাদের মধ্যে সম্পর্ক তৈরি হলে তা চিরস্থায়ী বন্ধন বলে গণ্য হতে পারে। একে অপরের জন্য অনুকূল হয় সেই সমস্ত রাশির জুটি। এক একটি রাশির জাতকদের স্বভাব ভিন্ন ভিন্ন ধরনের হয়। বিপরীত স্বভাবের রাশির জাতকদের সঙ্গে সম্পর্ক গড়ে উঠলে তাঁদের মধ্যে বিবাদের আশঙ্কা বেশি থাকে।
জ্যোতিষশাস্ত্র মতে, প্রত্যেক রাশির ক্ষেত্রে জীবনসঙ্গী হিসাবে নির্ধারিত রয়েছে নির্দিষ্ট কিছু রাশি। একনজরে দেখে নিন কোন রাশির সঙ্গে কোন রাশির সম্পর্ক তৈরি হলে তা আরও বেশি সুমধুর হয়।
মেষ রাশি : এই রাশির জাতক-জাতিকারা প্রেমে পটু হন। এঁরা খুবই প্রাণবন্ত স্বভাবের হয়ে থাকেন। মনের দরজা খোলা থাকে। চট করে সকলের সঙ্গে মিশে যেতে দ্বিধাবোধ করেন না। মেষ রাশির জাতক-জাতিকারা স্বাধীনচেতা হন। তাঁরা বিয়ে বা সম্পর্কে জড়ানোর পর সেই স্বাধীনতার উপর খবরদারি বা হস্তক্ষেপ সহ্য করতে পারেন না।
মেষ রাশির জুড়িদার সিংহ, ধনু এবং কুম্ভ রাশির জাতক-জাতিকারা। এই রাশিরগুলির সঙ্গে মেষ রাশির দাম্পত্য সম্পর্ক অত্যন্ত গভীর হয়। সম্পর্ক অটুট থাকে দীর্ঘদিন। এঁদের সম্পর্ক সামঞ্জস্যপূর্ণ হয় এবং একে অপরের সিদ্ধান্তকে সম্মান করতে পারেন।
বৃষ রাশি: এই রাশির জাতকেরা নম্র স্বভাবের হয়ে থাকেন। বৃষ রাশি সরল প্রকৃতির। তাই এদের জীবনসঙ্গী বাছার ক্ষেত্রেও এমন কাউকে প্রয়োজন যে বৃষ রাশির সারল্যকে ব্যবহার করবে না। তাই এই জাতক-জাতিকাদের এমন কাউকে খুঁজে বার করতে হবে যাঁরা তাঁদের চিরকাল আগলে রাখতে পারেন।
বৃষ রাশি আদর্শ জীবনসঙ্গী হিসাবে বেছে নিতে পারেন, কর্কট, বৃশ্চিক,কন্যা বা মীন রাশির জাতকদের। এদের মধ্যে ক্ষেত্রে কর্কট রাশি,বৃশ্চিক রাশির জুটি অনবদ্য হয়ে থাকে। মতের মিল দারুণ হয়ে থাকে বলে মত জ্যোতিষের।
মিথুন রাশি: অত্যন্ত বুদ্ধিমান হন এই রাশির জাতকেরা। এরা জীবনসঙ্গী বেছে নেওয়ার ব্যাপারে অত্যন্ত সতর্ক হয়। বাহ্যিক রূপের চেয়ে তাঁদের কাছে জ্ঞান ও বুদ্ধিমত্তার কদর বেশি। এই গুণ তাঁদের আকর্ষণ করে। মিথুন রাশির ক্ষেত্রে সিংহ, কুম্ভ কিংবা ধনুর রাশিকে সবচেয়ে ভাল বলে ধরা হয়।
তিন রাশির সঙ্গে মিথুনের জুড়ি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এদের মধ্যে স্বভাবগত বেশ কিছু মিল লক্ষ্য করা যায়। যেমন সব কাজে দৃঢ় সঙ্কল্প, একে অপরের সঙ্গ বেশ ভাল ভাবে উপভোগ করা, এ ছাড়া সম্পর্ক এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গী এক হয়।
কর্কট রাশি : এই রাশির জাতকেরা অত্যন্ত আবেগপ্রবণ হয়ে থাকেন। কর্কট রাশির মানুষদের খুব কঠোর মনে হলেও আদতে তাঁরা তা নন। কর্কটের সঙ্গে বৃশ্চিক, কন্যা বা বৃষ রাশির সঙ্গে মতের মিল ভাল হয় বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে।
) উপরিউক্ত তিন রাশির সঙ্গে কর্কটের মানসিক মেলবন্ধন এতটাই ভাল যে এঁদের বিয়ের সম্পর্ক খুবই ভাল বলে গণ্য হয়। এরা একে অপরকে খুব ভাল বোঝেন। এ ছাড়া এই রাশিদের মধ্যে সম্পর্কের ভারসাম্য খুবই সুন্দর হয়।
সিংহ রাশি: এই রাশির মধ্যে সর্বেসর্বা হয়ে ওঠার মনোভাব থাকে প্রবল। এঁদের এই স্বভাব সম্পর্কে প্রায় সকলেই অবগত। এরা মনোযোগ পেতে ভালোবাসে। সকলের মাঝে গুরুত্ব না পেলে তাদের মন বিষণ্ণ হয়ে ওঠে। এই রাশির জাতকদের ব্যক্তিত্ববোধ প্রবল।
এক মাত্র মীন কিংবা তুলার রাশির সঙ্গে তালমিল ভাল হয় সিংহ রাশির। এই রাশি ভালবাসার প্রত্যাশী হয়। তুলা বা মীন রাশির জাতকেরা সিংহ রাশির ভালবাসার যোগ্য বলে বিবেচিত হয়। সিংহ রাশি: এই রাশির মধ্যে সর্বেসর্বা হয়ে ওঠার মনোভাব থাকে প্রবল। এঁদের এই স্বভাব সম্পর্কে প্রায় সকলেই অবগত। এরা মনোযোগ পেতে ভালোবাসে। সকলের মাঝে গুরুত্ব না পেলে তাদের মন বিষণ্ণ হয়ে ওঠে। এই রাশির জাতকদের ব্যক্তিত্ববোধ প্রবল।
কন্যা রাশি: কন্যা রাশির মানুষেরা একটু একগুঁয়ে স্বভাবের হয়ে থাকেন। তাঁরা সবকিছুকে পরিপূর্ণ ভাবে গ্রহণ করতে পছন্দ করেন। তাঁরা বিশ্লেষণাত্মক এবং সংযমী প্রকৃতির হন।
জ্যোতিষশাস্ত্র মতে, কন্যা রাশির ক্ষেত্রে বৃষ বা মকর রাশিই হল সেরা জুটি। কারণ এই তিনটি রাশির মানুষ দায়িত্বজ্ঞানসম্পন্ন এবং বাস্তববাদী হন।
তুলা রাশি: এই রাশি ভারসাম্যের প্রতীক এবং সম্প্রীতি পছন্দ করে। অপরের চিন্তাভাবনা এবং অনুভূতিকে বুঝতে ও গুরুত্ব দিতে পছন্দ করে তুলা রাশি। অন্যদের মানসিক চাহিদা পূরণে সব সময়ে এগিয়ে আসে তুলা রাশি। আবার তুলা রাশির জাতক-জাতিকারা অতিরিক্ত নিরাপত্তাহীনতা ও সংশয়ের মধ্যে জীবন কাটান।
তুলা রাশির জাতক-জাতিকারা মনের দিক থেকে অত্যন্ত নরম প্রকৃতির হন। এঁদের চিন্তাধারা খুব গভীর। তুলার মন বোঝার জন্য বা আদর্শ সঙ্গী হিসাবে সিংহ, কুম্ভ, বৃষ বা মকর রাশির জাতককে সেরা বলে মনে করা হয়।
বৃশ্চিক রাশি : এই রাশির মানুষেরা সাধারণত গভীর, আবেগপ্রবণ এবং রহস্যময় স্বভাবের হন। এঁরা গভীর চিন্তাশীল, আত্মবিশ্বাসী প্রকৃতির হন। যেকোনও পরিস্থিতিতে মানিয়ে নিতে অসম্ভব পারদর্শী এঁরা।
কর্কট এবং মকর রাশির মানুষ বৃশ্চিক রাশির সঙ্গে জোট বাঁধলে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়। এঁরা একে অপরের খুব ভাল পরিপূরক হন। বৃশ্চিক রাশির আবেগের সঙ্গে তালমিল রেখে চলতে পারে কর্কট ও মকর। বৃশ্চিকের পছন্দকে গুরুত্ব দিতে পারেন এই দুই রাশির জাতক-জাতিকারা।
ধনু রাশি: ধনু রাশির জাতকেরা স্বভাবজাত নেতা। প্রিয়জনের কাছাকাছি থাকতে পছন্দ করেন তাঁরা। তেজস্বী, নির্ভীক ও আদর্শবাদী হয় ধনু রাশি। হৃদয় উদার। সকলের জন্য ঝাঁপিয়ে পড়ে সাহায্য করে। নিজের পথে চলতে ভালোবাসে, স্বাধীনতা এদের প্রিয়। একাকিত্ব এরা একেবারেই ভালবাসে না।
ধনু রাশির সঙ্গে সিংহ রাশির জুটি তৈরি হলে তা শুভ হয়। এর পাশাপাশি কুম্ভ রাশিও এর জন্য সেরা।
মকর রাশি: এই রাশিতে জন্ম হলে জাতক খুব স্নেহপ্রবণ হন। সবার সঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করেন। এঁরা অল্পে সন্তুষ্ট। এঁরা কম কথা বলতে ভালবাসেন, কিন্তু যেটুকু বলেন তার পুরোটাই বুদ্ধিদীপ্ত ও শানিত।
মকর রাশির ক্ষেত্রে কর্কট এবং বৃষ রাশির জাতক এবং জাতিকারা শুভ বলে ধরা হয়। জ্যোতিষ অনুযায়ী, কর্কট এবং বৃষ রাশির সঙ্গে মকর রাশি বিবাহ হলে সেই দাম্পত্য সুখী বলে বিবেচিত হয়।
কুম্ভ রাশি: কুম্ভ রাশি হল রাশিচক্রের একাদশ রাশি। এই রাশির জাতক-জাতিকারা সাধারণত শান্তিপ্রিয় হয়ে থাকেন। পাশাপাশি এঁরা স্বাধীন মতপ্রকাশ করতে ভালবাসেন। তাঁরা চান তাঁদের জীবনসঙ্গীরা ব্যক্তিগত স্বাধীনতাকে গুরুত্ব দেন। নিজেদের আবেগ ও চিন্তাভাবনা সঙ্গীর সঙ্গে স্পষ্টভাবে আলোচনা করতে ভালোবাসে, যা সম্পর্ককে আরও মজবুত করে তোলে।
কুম্ভ রাশির ক্ষেত্রে মিথুনের জাতক-জাতিকারাই সেরা বলে অনুমান করা হয়। দুই রাশির স্বভাবের মধ্যে বেশ কিছু মিল লক্ষ্য করা যায়। যেমন সব কাজে দৃঢ় সঙ্কল্প, একে অপরের সঙ্গ বেশ ভাল ভাবে উপভোগ করে এরা। এ ছাড়া সম্পর্ক এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গী এক হয়।
মীন: বুদ্ধিমান, সৃজনশীল এবং সহানুভূতিশীল মনের অধিকারী হন মীন রাশির জাতকেরা। এরা আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নিতে ভালবাসেন। মীনরাশির জাতকেরা সব সময় যুক্তি দিয়ে বিচার করে সিদ্ধান্ত নিতে পছন্দ করেন না।
মীনের সঙ্গে জুটি বাঁধতে পারে এক মাত্র মকর রাশিই। দুই রাশির মধ্যে বিবাহ খুবই ভাল হয়। এঁদের প্রেম এবং বিয়ে দীর্ঘস্থায়ী হয়। এই দুই জুটির সম্পর্ক খুব সুন্দর হয়।