Indian cricketers Test career comparison

সৌরভ বনাম বিরাট বনাম শুভমন, ৩৭ টেস্টের পর কে এগিয়ে, কে পিছিয়ে? কী বলছে পরিসংখ্যান?

এখনও পর্যন্ত ৩৭টি টেস্ট খেলেছেন শুভমন। ইংল্যান্ডের বিরুদ্ধে বিধ্বংসী ফর্মে থাকা শুভমনের সঙ্গে ইতিমধ্যেই তুলনা টানা শুরু হয়েছে তাঁর পূর্বসূরিদের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৫ ১১:০০
Share:
০১ ১৫

সদ্য শেষ হয়েছে ভারতের ইংল্যান্ড সফর। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় ২-২ ফলাফলে শেষ হয়েছে। তরুণ ভারতীয় দলকে যোগ্য নেতৃত্ব দিয়েছেন তরুণ অধিনায়ক শুভমন গিল।

০২ ১৫

নেতা হিসাবে তো বটেই, ব্যাট হাতেও দুর্দান্ত ফর্মে ছিলেন ডানহাতি ব্যাটার। পাঁচ টেস্টের ১০ ইনিংসে মোট ৭৫৪ রান করেন তিনি। এর মধ্যে রয়েছে বার্মিংহ্যামে তাঁর কেরিয়ারের সেরা ২৬৯-এর ইনিংস।

Advertisement
০৩ ১৫

এখনও পর্যন্ত ৩৭টি টেস্ট খেলেছেন শুভমন। ইংল্যান্ডের বিরুদ্ধে বিধ্বংসী ফর্মে থাকা শুভমনের সঙ্গে ইতিমধ্যেই তুলনা টানা শুরু হয়েছে তাঁর পূর্বসূরিদের। সেই তালিকায় রয়েছেন বিরাট কোহলি থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়।

০৪ ১৫

বিরাট এবং সৌরভ— ব্যাটিংয়ে দু’জনেই নিজেদের জাত চিনিয়েছেন বহু বার। ৩৭ টেস্টের পর শুভমনের সঙ্গে দুই ব্যাটারের পার্থক্য কতটা? কে এগিয়ে? পিছিয়ে কে? দেখে নেওয়া যাক কী বলছে পরিসংখ্যান।

০৫ ১৫

২০২০ সালের ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত ৩৭টি টেস্ট খেলেছেন শুভমন। ৬৯ ইনিংসে করেছেন ৯টি শতরান। ৪১.৩৫ গড়ে এখনও পর্যন্ত ২৬৪৭ রান করেছেন শুভমন।

০৬ ১৫

এর মধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫ ম্যাচে ১৩৪৬ (গড় ৫১.৭৬), অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯ ম্যাচে ৫৩৭ রান (গড় ৩৫.৮) করেছেন শুভমন। নিউ জ়িল্যান্ড এবং বাংলাদেশের বিরুদ্ধে তাঁর গড় যথাক্রমে ৩২.৪ এবং ৪৫.৮৬।

০৭ ১৫

কেরিয়ারে ১১৩টি টেস্ট খেলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ৪২-এর উপর গড়ে করেছেন ৭২১২ রান। ১৬টি শতরান এবং ৩৫টি অর্ধশতরান করেছেন বাঁহাতি ব্যাটার।

০৮ ১৫

কেরিয়ারের প্রথম ৩৭ টেস্টে ২৬৮১ রান করেছিলেন সৌরভ। গড় ছিল ৪৭-এর বেশি। এর মধ্যে শ্রীলঙ্কার বিরুদ্ধে ছয় টেস্টে ৭১৮ (গড় ৭৯.৭৭), অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাত টেস্টে ৩৯৫ (গড় ৩৫.৯) এবং নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টে ৪০৯ রান করেছিলেন তিনি।

০৯ ১৫

অর্থাৎ, ৩৭ টেস্টের পর মোট রান এবং গড়ের দিক থেকে সামান্য এগিয়ে ছিলেন সৌরভ।

১০ ১৫

কেরিয়ারের প্রথম ৩৭ টেস্টের নিরিখে সৌরভ-শুভমন প্রায় একই জায়গায় থাকলেও আর এক ভারতীয় অধিনায়কের সঙ্গে তুলনায় কোথায় দাঁড়িয়ে তাঁরা? দেখে নেওয়া যাক কেরিয়ারের প্রথম ৩৭ টেস্টের পর কেমন ছিল বিরাট কোহলির পরিসংখ্যান।

১১ ১৫

কেরিয়ারে মোট ১২৩টি টেস্ট খেলেছেন বিরাট। ৪৬.৮৫ গড়ে করেছেন ৯২৩০ রান। ৩০টি শতরান রয়েছে ভারতের প্রাক্তন অধিনায়কের নামের পাশে।

১২ ১৫

কেরিয়ারের প্রথম ৩৭টি টেস্টে ২৭৯৪ রান করেছিলেন বিরাট। গড় ছিল ৪৫.০৬।

১৩ ১৫

এর মধ্যে অসিদের বিরুদ্ধে ১২টি টেস্টে ৬০.৭৬ গড়ে ১২৭৬ রান করেছিলেন বিরাট। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তাঁর গড় ছিল ৮৫.২। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর গড় ছিল ২০.১২।

১৪ ১৫

অর্থাৎ, ৩৭ টেস্টের পর সৌরভ বা শুভমনের চেয়ে খানিকটা এগিয়েই ছিলেন বিরাট।

১৫ ১৫

শুভমনের টেস্ট কেরিয়ার সবে শুরু হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিমধ্যেই জাত চিনিয়েছে তাঁর ব্যাট। এই ফর্ম ধরে রাখতে পারলে তিনি যে বহু রেকর্ড ভেঙে দেবেন তা বলার অপেক্ষা রাখে না।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement