মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় জাতীয় পার্কগুলির মধ্যে একটি। বিশাল আয়তনের খাদ, যা মূলত কলোরাডো নদীর ক্ষয়প্রক্রিয়ায় তৈরি। ৪৪৬ কিলোমিটার দৈর্ঘ্যের এত বড় খাদ একনজরে দেখে ফেলাটা মুশকিল বললেই চলে। জায়গাটি আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়ন।
আজকের গ্র্যান্ড ক্যানিয়ন একটি পর্যটনকেন্দ্র হলেও এই জায়গাকে ঘিরে রয়েছে বেশ কিছু রহস্য। কখনও কেউ বলেন, এখানে সাড়ে দশ হাজার বছর আগে মানুষের বসবাস ছিল। কখনও আবার গবেষকদের তরফে দাবি করা হয়, প্রায় ২১ হাজার বছর আগে আমেরিকার আদি বাসিন্দারা সেখানে বসতি গড়েছিলেন।
এই সবের মধ্যে আরও একটি বিষয় নজর এড়ানো যায় না। তা হল গ্র্যান্ড ক্যানিয়নের রহস্যময় মিশরীয় গুহার কথা। এটি একটি ষড়যন্ত্র তত্ত্ব হলেও এই নিয়ে নানা গুজব রয়েছে।
১৯০৯ সালে ‘দ্য অ্যারিজ়োনা গেজেট’ নামক এক পত্রিকায় দাবি করা হয়, হাজার হাজার বছর আগে মিশর থেকে মানুষ আমেরিকায় এসেছিলেন। গ্র্যান্ড ক্যানিয়নের ভিতর এক গুহা তৈরি করে বসতি গড়েছিলেন তাঁরা।
প্রতিবেদন অনুযায়ী, জিই কিনকেড নামক এক অভিযাত্রী নৌকো নিয়ে গ্র্যান্ড ক্যানিয়নে ঘুরছিলেন। কলোরাডো নদী ধরে নৌকো সফরের সময় তিনি গ্র্যান্ড ক্যানিয়নের খাড়া দেওয়ালে একটি গোপন গুহার প্রবেশপথ খুঁজে পান।
সেই গুহাই এখন গ্র্যান্ড ক্যানিয়নের রহস্যময় মিশরীয় গুহা নামে পরিচিত। ওই প্রতিবেদনে দাবি করা হয়, গুহার মধ্যে মিশরীয় ধাঁচের বিভিন্ন মূর্তি দেখতে পেয়েছিলেন কিনকেড। অচেনা লিপি এবং মিশরীয় ভাষায় অনেক কিছু খোদাই করেও রাখা ছিল গুহার দেওয়ালে। একাধিক মমিও সেখানে রাখা আছে বলে দাবি করা হয় প্রতিবেদনে।
এখানেই শেষ নয়। গুহার মধ্যে নানা রকম প্রাচীন সরঞ্জাম ও ধাতব বস্তুও নাকি দেখতে পেয়েছিলেন কিনকেড। এরই পাশাপাশি উঠে আসে আর একটি নাম, স্মিথসোনিয়ান ইনস্টিটিউশন। বলা হয়, এই প্রতিষ্ঠান নাকি গবেষণা করছে গ্র্যান্ড ক্যানিয়নের ওই রহস্যময় গুহা নিয়ে।
এই সব তথ্য প্রকাশ করার পরই হইচই পড়ে গিয়েছিল গ্র্যান্ড ক্যানিয়ন নিয়ে। তা হলে কি সত্যিই আমেরিকায় আদি বাসিন্দাদের বসবাসের আগে সে দেশে মিশরীয়দের বসবাস ছিল?
যদিও পরে সে সব তথ্যের কোনও প্রমাণ পাওয়া যায়নি। এমনকি স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনও সাফ জানিয়ে দিয়েছিল, তারা এই নিয়ে কোনও গবেষণা করছে না!
সেই সময়কার আর কোনও বড় সংবাদপত্রেও এই বিষয়ে কিছু প্রকাশ করা হয়নি। এমনকি কোনও প্রত্নতাত্ত্বিক রিপোর্ট বা প্রমাণ কিছুই পাওয়া যায়নি। কিনকেড নামের ওই অভিযাত্রীর কোনও অস্তিত্ব ছিল কি না, তা-ও জানা যায়নি। তাই গবেষকেরা মনে করেন, এটি হয়তো শুধুমাত্র একটি কাল্পনিক গল্প বা গুজবই ছিল। তবে এই প্রতিবেদন আজও ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে ঘুরে বেড়ায়।
এখন গ্র্যান্ড ক্যানিয়ন একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র হয়ে উঠেছে। এটি খাড়া দেওয়াল, গভীর খাদ আর বহুস্তর শিলা নিয়ে তৈরি। এর ২৯ কিলোমিটার পরিসর, ১.৬ কিলোমিটার গভীরতা। আর দৈর্ঘ্যের মাপকাঠি তো আগেই উল্লেখ রয়েছে।
খাদের চারপাশ মোড়ানো লাল, কমলা, হলুদ আর বাদামি রঙের বহুস্তর শিলা দিয়ে। মাঝবরাবর ধীরে ধীরে বয়ে চলেছে কলোরাডো নদী। সূর্যের আলো পড়লে শিলার রঙের মিলন জলের ওপর উজ্জ্বল ছায়া ফেলে। একনজরে দেখলে মনে হবে যেন কলোরাডো নদীর ওপর একটি রামধনু ভেসে গিয়েছে।
এমন প্রাকৃতিক সৌন্দর্য দেখতে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ সেখানে যান। হিসাব বলছে, প্রায় ৫০ লক্ষ পর্যটকের আনাগোনা থাকে প্রতি বছর। শুধু প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতেই নয়, পর্যটকদের ভিড় জমানোর আরও এক কারণ সেখানকার ইতিহাস।
গ্র্যান্ড ক্যানিয়ন নিয়ে অনেক গবেষণা হয়েছে। প্রত্নতাত্ত্বিকেরা এখানে ছোট ছোট গুহা বা আশ্রয়স্থল খুঁজে পেয়েছেন। পাথরের শিলা দিয়ে তৈরি ছোট ছোট ঘর, ছোট যন্ত্রপাতি এবং ভাঙা পাত্রেরও খোঁজ পাওয়া গিয়েছে এখানে।
যদিও কোনও গবেষণা থেকেই মিশরীয় বসবাসের কোনও নিদর্শন পাওয়া যায়নি। তবে পড়ে থাকা সামগ্রী, ভাঙাচোরা বাসস্থান এটা প্রমাণ করেছে যে, সেখানে হাজার হাজার বছর আগে মানুষের বসতি ছিল।
অনেকেই বলেন, সেখানে প্রথমে আমেরিকার আদি বাসিন্দারা থাকতেন। মূলত আমেরিকার আদি বাসিন্দাদের মধ্যে অ্যানসেস্ট্রাল পুয়েব্লোয়ান, হোপি, নাভাহো, হাভাসুপাই, হুয়ালাপাই শ্রেণির মানুষরাই বসতি গড়েছিলেন অ্যারিজ়োনায়। বহু গবেষণা উপযুক্ত তথ্য দিয়ে এ কথা প্রমাণও করেছে।
তা হলে আজও কেন গ্র্যান্ড ক্যানিয়নে মিশরীয় গুহার ষড়যন্ত্র তত্ত্ব আলোচিত? গ্র্যান্ড ক্যানিয়নের কিছু জায়গা রয়েছে ‘আইসিস টেম্পল’ এবং ‘হোরাস টেম্পল’ নামে। সেগুলি মূলত মিশরীয় দেবতা বা স্থান থেকে নেওয়া।
অনেকেই এই নাম দেখে বিশ্বাস করেন, সেখানে মিশরীয় সভ্যতার কোনও প্রমাণ রয়েছে বলেই এই নাম। ১৯ শতকের শেষ ভাগে ভূতত্ত্ববিদেরা বিভিন্ন জায়গার পাহাড়, শীর্ষভূমির নাম রাখতে শুরু করেন। তারা মূলত বিশ্বের বিভিন্ন পৌরাণিক কাহিনি, দেবতা ও ইতিহাস থেকে বাছাই করে নাম দিতেন।
পরে প্রমাণিত হয় এই নামগুলি রাখা হয় শুধুমাত্র নামকরণের উদ্দেশ্যেই। কোনও বাস্তব মিশরীয় সভ্যতার উপস্থিতি বোঝাতে নয়। তবে আজও অনেকেই অ্যারিজ়োনায় প্রকাশিত হওয়া ওই প্রতিবেদনের কথা বিশ্বাস করেই রহস্যময় গুহার খোঁজে পাড়ি দেন গ্র্যান্ড ক্যানিয়নে।