ভারতীয় বায়ুসেনার দুর্ধর্ষ যোদ্ধারা

অত্যাধুনিক ফাইটার জেটের বিশাল সম্ভারে এখন সুসজ্জিত ভারতীয় বায়ুসেনা। দক্ষতা, দ্রুত আক্রমণের পারদর্শিতা, বিধ্বংসী ক্ষমতা আর যুদ্ধে শত্রুকে নাস্তানাবুদ করার কৌশলে দুর্দান্ত বলেই ভারতীয় বায়ুসেনা পৃথিবীর সেরা পাঁচের অন্যতম। যে সব যুদ্ধবিমানের বলে বলীয়ান হয়ে বায়ুসেনা গোটা বিশ্বের সমীহ আদায় করছে, তাদের সক্ষমতা দেখে নেওয়া যাক এক ঝলকে:অত্যাধুনিক ফাইটার জেটের বিশাল সম্ভারে এখন সুসজ্জিত ভারতীয় বায়ুসেনা। দক্ষতা, দ্রুত আক্রমণের পারদর্শিতা, বিধ্বংসী ক্ষমতা আর যুদ্ধে শত্রুকে নাস্তানাবুদ করার কৌশলে দুর্দান্ত বলেই ভারতীয় বায়ুসেনা পৃথিবীর সেরা পাঁচের অন্যতম।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৫ ১৭:০৭
Share:

মিরাজ-২০০০, সুখোই-৩০ এমকেআই, জাগুয়ার, তেজস, মিগ-২৯ এবং মিগ-২১— মূলত এই ছয় রকমের যুদ্ধবিমানই ব্যবহার করে থাকে বারতীয় বিমান বাহিনী। এই যুদ্ধবিমানগুলির আক্রমণ এবং টহলদারির বিভিন্ন মুহূর্তের ছবি পাওয়া গিয়েছে বায়ুসেনার ওয়েবসাইট থেকে।

Advertisement

দেখুন গ্যালারি:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement