Numbers of millionaire in India

দেশ জুড়ে বাড়ছে কোটিপতি, মার্সেডিজ়, রোলেক্স, হিরেতে কোটি কোটি ব্যয় ভারতীয় বিত্তশালীদের, রিপোর্ট প্রকাশ্যে আসতেই হইচই

চলতি বছরের ১৯ সেপ্টেম্বর ‘মার্সিডিজ়-বেঞ্জ হুরুন ইন্ডিয়া ওয়েল্‌থ’–এর একটি সমীক্ষায় প্রকাশিত হয়েছে এমনই চাঞ্চল্যকর তথ্য। ভারতে কোটিপতিদের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে ওঠানামা করেছে। কমপক্ষে ৮.৫ কোটি টাকার সম্পদ রয়েছে এমন পরিবারের সংখ্যা গত কয়েক বছরের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১০
Share:
০১ ২০

ছুটি কাটানোর জন্য বিদেশের ‘এক্সক্লিউসিভ’ লোকেশন। বাড়ির গ্যারাজে ঠাঁই পাচ্ছে কোটি কোটি টাকা মূল্যের বিদেশি গাড়ি। মার্সেডিজ়, ফেরারি বা ল্যাম্বরঘিনি। গাড়ির পরেই আসে বাড়ির কথা। ৭৫তলা টাওয়ারের সমুদ্রমুখী অত্যাধুনিক অন্দরসজ্জা দিয়ে সাজানো ফ্ল্যাট বা বাংলো, ফার্মহাউস। গুচি, রোলেক্স, লুই ভিত্তঁর মতো ব্র্যান্ডের ঘড়ি, পোশাক, ব্যাগ। অতি বিত্তবান এবং বিত্তবান ভারতীয়দের আকর্ষণ করছে এই সমস্ত পণ্যই।

০২ ২০

সারা পৃথিবীতে ধনীদের সম্পত্তি বেড়েছে অস্বাভাবিক হারে। গোটা বিশ্বে ধনকুবেরদের সম্পত্তি গত বছরে বেড়েছে তিন গুণ। পিছিয়ে নেই ভারতও। ভারতে নতুন একটি প্রবণতা চোখে পড়েছে সাম্প্রতিক এক সমীক্ষায়। ভারতে বিভিন্ন বড় শহরে ধনী বা কোটিপতিদের (যাঁদের মোট সম্পত্তির পরিমাণ ৮.৫ কোটি টাকা) সংখ্যা বাড়ছে।

Advertisement
০৩ ২০

ধনকুবের বা অতি বিত্তবানদের সংখ্যা কোটিপতিদের সংখ্যা বৃদ্ধির তুলনায় অনেকটাই কম। যাঁদের সম্পদের পরিমাণ ৩ কোটি ডলার (প্রায় ২২১ কোটি টাকা) কিংবা তার চেয়ে বেশি, তাঁরা অতি বিত্তবান। আর যাঁদের অন্তত ১০০ কোটি ডলার (প্রায় ৭৩৭০ কোটি টাকা), তাঁরা ধনকুবের (বিলিয়নেয়ার)। এঁদের সম্পত্তির নিরিখে কোটিপতিদের সম্পত্তি লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

০৪ ২০

চলতি বছরের ১৯ সেপ্টেম্বর ‘মার্সিডিজ়-বেঞ্জ হুরুন ইন্ডিয়া ওয়েল্‌থ’–এর একটি সমীক্ষায় প্রকাশিত হয়েছে এমনই চাঞ্চল্যকর তথ্য। ভারতে কোটিপতিদের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে ওঠানামা করেছে। শীর্ষস্থানে থাকা তিন শহর মুম্বই, দিল্লি এবং বেঙ্গালুরুর বাসিন্দাদের সম্পদের পরিমাণ বিগত বছরের মতোই বেড়েছে। দেশের প্রধান তিনটি শহরে ধনীদের সম্পত্তি সুসংহত ভাবে বে়ড়েছে।

০৫ ২০

হায়দরাবাদ এবং পুণের মতো শহরগুলিতে উদীয়মান কোটিপতিদের সংখ্যাবৃদ্ধি উল্লেখযোগ্য ভাবে নজরে এসেছে। এই তালিকায় নবতম সংযোজন হয়েছে অহমদাবাদ ও চেন্নাই। অহমদাবাদ কলকাতাকে পিছনে ফেলে চতুর্থ স্থানে এগিয়ে গিয়েছে।

০৬ ২০

সাতটি টায়ার ২ শহর শীর্ষ দশের মধ্যে রয়েছে, যেখানে সবচেয়ে বেশি সংখ্যক কোটিপতি পরিবার রয়েছে। সেই তালিকায় জায়গা করে নিয়েছে অহমদাবাদ, কলকাতা, হায়দরাবাদ, চেন্নাই, পুণে, নাগপুর, বিশাখাপত্তনম।

০৭ ২০

সমীক্ষা বলছে, কমপক্ষে ৮.৫ কোটি টাকার সম্পদ রয়েছে এমন পরিবারের সংখ্যা গত কয়েক বছরের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে। দেশে ২০২১ সালে ৪.৫৮ লক্ষ কোটিপতি ছিলেন। সেই সংখ্যা বেড়ে ২০২৫ সালে ৮.৭১ লক্ষে দাঁড়িয়েছে। দেশের মোট পরিবারের ০.৩১ শতাংশ পরিবারের হাতেই রয়েছে কোটি কোটি টাকার সম্পদ।

০৮ ২০

শুধুমাত্র বাণিজ্য নগরী মুম্বইয়েই ১ লক্ষ ৪২ হাজার কোটিপতি পরিবার বসবাস করে। সেখানে গোটা মহারাষ্ট্রে মোট ১ লক্ষ ৭৮ হাজার ৬০০টি কোটিপতি পরিবার বাস করে। ২০২৫ সালে এই রাজ্যের অর্থনীতিতে ৫৫ শতাংশ বৃদ্ধির ফলে তাঁদের মোট সম্পদের পরিমাণ ৪৮ হাজার কোটি ডলারে পৌঁছোবে বলে সমীক্ষায় উল্লেখ করা হয়েছে।

০৯ ২০

জাতীয় রাজধানী দিল্লি দ্বিতীয় স্থানে থাকলেও মুম্বইয়ের তুলনায় সেখানে কোটিপতি পরিবারের সংখ্যা প্রায় এক লক্ষ পরিবার কম। ৭৯,৮০০টি কোটিপতি পরিবার রয়েছে দিল্লিতে। তামিলনাড়ু (৭২,৬০০), কর্নাটক (৬৮,৮০০) এবং গুজরাত (৬৮,৩০০) প্রথম পাঁচে রয়েছে।

১০ ২০

ভারতে কোটিপতিদের তালিকায় এক বছরে প্রায় ৮০ হাজার নতুন কোটিপতির নাম সংযোজিত হয়েছে। বিত্তশালী পরিবার, যাদের সম্পত্তির পরিমাণ ৮.৫ কোটি টাকা বা তার বেশি, ২০১৭ থেকে ২০২৫ সালের মধ্যে সেই ধরনের পরিবার বৃদ্ধি পেয়েছে ৪৪৫ শতাংশ! ১০ কোটি টাকার সম্পত্তির মালিকানা রয়েছে এমন পরিবারের বৃদ্ধি হয়েছে ২০২ শতাংশ। কিন্তু মাত্র ৫ শতাংশ পরিবার ১০০ কোটির মাইলফলক ছুঁতে পেরেছেন এবং মাত্র ০.১ শতাংশ পরিবার ধনকুবেরদের তালিকায় নাম তুলতে পেরেছেন।

১১ ২০

২০২২ সালে এ দেশের ১০০ কোটির মালিক ধনকুবেরের সংখ্যা ছিল ২৪৯। কিন্তু ২০২৩ সালে সেটা ১৮৭-তে নেমে আসে। গত বছর ফের তা বেড়ে ২৭১-এ পৌঁছোয়। চলতি বছরে এটি ৩০০ ছাড়াতে পারে বলে মনে করা হচ্ছে। ধনকুবেরদের সংখ্যার নিরিখে বর্তমানে বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে ভারত।

১২ ২০

ভারতের সামনে রয়েছে কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং চিন। ভারতীয় ধনকুবেরদের গড় বয়স ৬৮ বছর। দুনিয়ার নিরিখে যা সামান্য বেশি। বিশ্বব্যাপী ধনকুবেরদের গড় বয়স অবশ্য ৬৬ বছর।

১৩ ২০

২০২৪-এ বিশ্বে ২০৪ জন ব্যক্তি ধনকুবের হয়েছেন। এশিয়াতেই ৪১ জন। এখানে এই অতি ধনীদের সম্পত্তি বেড়েছে ২৯,৯০০ কোটি ডলার। আর এক সমীক্ষক সংস্থা অক্সফ্যামের মতে, এক দশক পরে অন্তত পাঁচ জন ব্যক্তির হাতে ১ লক্ষ কোটি ডলার বা প্রায় ৮৬ লক্ষ কোটি টাকা থাকবে।

১৪ ২০

গত পাঁচ বছরে ভারতে বিত্তবান ও অতি বিত্তবানদের সংখ্যা বেড়েছে গড়ে ১৬.৫ শতাংশ। এদের সংখ্যা অনুযায়ী পৃথিবীতে ভারতের স্থান চতুর্থ। শুধু তাই নয়, ১০০ কোটি ডলারের বেশি যাঁদের সম্পত্তি, (ইংরেজিতে যাঁদের বলে বিলিয়নেয়ার) তাঁদের এক চতুর্থাংশ এখন ভারতীয়।

১৫ ২০

কোটিপতিদের ‘ক্লাবে’ যে সব তরুণ প্রজন্ম নাম লিখিয়েছে তাঁদের মধ্যে উল্লেখযোগ্য একটি অংশ স্টার্ট-আপ, ইউনিকর্ন এবং প্রযুক্তি ব্যবসার সঙ্গে জড়িত। ভারতের বেশির ভাগ কোটিপতি হলেন আইটি, আর্থিক পরিষেবা, উৎপাদন এবং রিয়্যাল এস্টেটের মতো ক্ষেত্রের প্রথম প্রজন্মের উদ্যোক্তা। ধনী ভারতীয়দের নতুন প্রজন্ম দীর্ঘমেয়াদি লগ্নিতে আগ্রহী। জনহিতকর বিভিন্ন প্রকল্পেও তাঁরা খরচ করতে পিছপা হন না।

১৬ ২০

৬০ শতাংশ এরও বেশি ধনী ব্যক্তি সুখের মাপকাঠিতে ১০-এর মধ্যে নিজেদের ৮ পয়েন্টের বেশি সুখী বলে মূল্যায়ন করেছেন। ৪৫ শতাংশ অতি ধনীদের শখের মধ্যে প্রথমেই রয়েছে ভ্রমণ। তার পরে বই পড়া এবং রান্না করা। ২৭ শতাংশের মতে যোগব্যায়াম হল সবচেয়ে পছন্দের শরীরচর্চা।

১৭ ২০

মার্সেডিজ়-বেঞ্জ হুরুন ইন্ডিয়া লাক্সারি কনজ়িউমার সার্ভেতে ১৫০ জন ভারতীয় কোটিপতির জীবনযাত্রার পছন্দ এবং ব্র্যান্ডের প্রতি আকর্ষণ নিয়ে সমীক্ষা করা হয়েছিল। বিলাসবহুল গাড়ির মধ্যে পছন্দের তালিকায় রয়েছে মার্সেডিজ়-বেঞ্জ, বিএমডব্লিউ এবং অডি। তবে তরুণ প্রজন্মের আকর্ষণ বাড়ছে ফেরারি, ল্যাম্বরঘিনির প্রতি। ভারতের অর্ধেকেরও বেশি কোটিপতি একাধিক গাড়ির মালিক। এঁদের অনেকেই তিন থেকে ছয় বছরের মধ্যে গাড়ির উন্নত সংস্করণের দিকে হাত বাড়ান। এঁদের মধ্যে ৪০ শতাংশ তাঁদের গাড়ি ছয় বছরের বেশি সময় ধরে ব্যবহার করেন।

১৮ ২০

বিলাসবহুল ফার্মহাউস এবং ভিলা কেনার দিকে ঝোঁক বাড়ছে নব্য কোটিপতিদের। এ ছাড়াও ইউরোপ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিলাসী ভ্রমণে কোটি কোটি টাকা ব্যয় করতে দু’বার ভাবেন না এঁরা। প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য অলঙ্কার হিসাবে হিরে সবচেয়ে বেশি পছন্দ করছেন বিত্তশালী ভারতীয়েরা। ৭৫ শতাংশ প্রাকৃতিক হিরের গয়না কিনতে পছন্দ করেন। হিরের গয়না প্রস্তুতকারী দেশীয় সংস্থা ‘তানিষ্ক’, বিদেশি সংস্থা ‘টিফানি অ্যান্ড কোং’ এবং অনলাইন প্ল্যাটফর্মগুলির মধ্যে ‘ক্যারাটলেন’-এর গহনা পছন্দ করছেন কোটিপতি পরিবারগুলি।

১৯ ২০

সমীক্ষায় উঠে এসেছে বিত্তবানদের প্রায় ৩৪ শতাংশ প্রথম বা দ্বিতীয় বাড়ি কেনায় টাকা খরচ করেছেন। সরাসরি বাণিজ্যিক প্রকল্পে লগ্নি করেছেন ২২ শতাংশ। দেশে-বিদেশে সম্পত্তি কিনেছেন অনেকেই। তাঁদের সম্পদের প্রায় ১৭ শতাংশ চিত্রকলা, গয়না, দামি এবং বিলাসবহুল গাড়ি, ঘড়ি, হাতব্যাগ ইত্যাদিতে খরচ হয়েছে। পছন্দের পণ্যের জায়গায় রয়েছে রোলেক্সের ঘড়ি। সেই শখ মেটাতে খরচ বেড়েছে প্রায় ২৯ শতাংশ। প্রায় ১৮ শতাংশ লগ্নি করেছেন ক্রিপ্টোকারেন্সিতে। স্টক, রিয়্যাল এস্টেট এবং সোনা এঁদের বিনিয়োগের তিন শীর্ষ ক্ষেত্র।

২০ ২০

সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, এ দেশের ধনকুবেরদের হাতে রয়েছে মোট ৯৮ লক্ষ কোটির সম্পত্তি। টাকার অঙ্কটা ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদনের (গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি) প্রায় এক তৃতীয়াংশ বলে জানিয়েছেন সমীক্ষকেরা। গত বছরের নিরিখে ১০০ কোটির মালিক ভারতীয় ধনকুবেরদের সম্পত্তির পরিমাণ প্রায় ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সব ছবি:সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement