‘সে চিজজজ... ইটস সেলফি টাইম।’ আজকাল রাস্তাঘাটে, রেস্তোরাঁয়, শপিং মলে, মায় রেললাইনে, ব্রিজের ওপর, খাদের ধারে শশশশশ... সেলফি চলছে সর্বত্র। তবে হ্যাঁ, সেলফি ম্যানিয়াকে যদি হাল আমলের ফ্যাশন বলে থাকেন তা হলে মস্ত ভুল করবেন। কারণ শুধু এই যুগে নয়, বহু প্রাচীন যুগ থেকেই শুরু হয়েছিল সেলফি হুজুগ। জানেন কী বিশ্বের সবচেয়ে পুরনো সেলফি কোনটা? কেই বা তুলেছিলেন সেই সেলফি?
আরও পড়ুন: নেকলেসের মতো সমুদ্র ঢেউ! ‘কেন’র ব্যাখ্যা নেই বিজ্ঞানীদের কাছে