কলকাতার সেরা ১০ প্রেম করার ঠিকানা

বড্ড ঘিঞ্জি হয়ে যাচ্ছে শহরটা। বড়বড় হাইরাই়়জে কোথায় যেন হারিয়ে যাচ্ছে সকালের সূর্যটা। শপিং মল, মাল্টিপ্লেক্স আর ভীষণ ব্যস্ত নগর জীবন রোজ একটু একটু করে কেড়ে নিচ্ছে অনাবিল ভালবাসাবাসির মুহূর্ত গুলো। কিন্তু তাও এখনও যাদের পকেট ভর্তি শুধুই খুচরো পয়সা, মনে ভরপুর প্রেম?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৬ ১১:৩১
Share:

বড্ড ঘিঞ্জি হয়ে যাচ্ছে শহরটা। বড়বড় হাইরাই়়জে কোথায় যেন হারিয়ে যাচ্ছে সকালের সূর্যটা। শপিং মল, মাল্টিপ্লেক্স আর ভীষণ ব্যস্ত নগর জীবন রোজ একটু একটু করে কেড়ে নিচ্ছে অনাবিল ভালবাসাবাসির মুহূর্ত গুলো। কিন্তু তাও এখনও যাদের পকেট ভর্তি শুধুই খুচরো পয়সা, মনে ভরপুর প্রেম, যারা সাড়ে পাঁচশোর টিকিট কেটে আইনক্সের ঠান্ডা ঘরে এখনও প্রেম জীবনটা সঁপে দেয়নি, যারা এখনও প্রেম করার জন্য একফালি খোলা আকাশ আর কিছুটা নিরালা খোঁজে, তাদের জন্য এই গ্যালারিতে রইল কলকাতার সেরা ১০ প্রেম ঠেকের ঠিকানা।

Advertisement

আরও পড়ুন-কলকাতার সেরা ১৬ স্ট্রিট ফুড ঠেক

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement