অজানা উড়ন্ত কী বস্তু!

মহাকাশ এবং ভিনগ্রহের প্রাণীদের নিয়ে চর্চা এবং জল্পনা চলে আসছে বহু যুগ ধরেই। সেই জল্পনায় এক নতুন মাত্রা যোগ করেছে ব্রিজেট নিয়েলসনের ভিনগ্রেহর প্রাণীদের সঙ্গে মিলন এবং সন্তান জন্ম দেওয়ার দাবি। যদিও তাঁর দাবি, তাঁদের সেই সন্তানেরা থাকে ইউএফও বা উড়ন্ত চাকিতেই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৬ ১৫:২০
Share:

৭ জানুয়ারি ১৯৪৮: কেনটাকির আকাশে একটি উড়ন্ত চাকি দেখা গেছে জানতে পেরে একটি ফাইটার জেট পাঠায় বিমানবাহিনী। বিমানটি ধ্বংস হয়ে যায়, মৃত্যু হয় চালকেরও। কিন্তু সেই ইউএফওর খোঁজ পাওয়া যায় না।

মহাকাশ এবং ভিনগ্রহের প্রাণীদের নিয়ে চর্চা এবং জল্পনা চলে আসছে বহু যুগ ধরেই। সেই জল্পনায় এক নতুন মাত্রা যোগ করেছে ব্রিজেট নিয়েলসনের ভিনগ্রেহর প্রাণীদের সঙ্গে মিলন এবং সন্তান জন্ম দেওয়ার দাবি। যদিও তাঁর দাবি, তাঁদের সেই সন্তানেরা থাকে ইউএফও বা উড়ন্ত চাকিতেই। কিন্তু কেমন দেখতে সেই সব উড়ন্ত চাকি? এক-দু’বার নয়, বহু বার বিশ্বের বিভিন্ন জায়গা থেকে উড়ন্ত চাকি দেখতে পাওয়ার দাবি করেছেন অসংখ্য মানুষ। খ্রিস্টপূর্ব ২১৪ অব্দ থেকে ২০১৫ ইউএফও দেখার দাবি উঠেছে বারবার। এক নজরে দেখে নেওয়া যাক সেই রকম কিছু দাবি—

Advertisement

আরও পড়ুন:
‘‘ভিনগ্রহীদের সঙ্গে মিলনে সন্তানের জন্ম দিয়েছি’’
কী বলছেন ব্রিজেট? দেখুন ভিডিও

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement