আজকাল শহর কলকাতাতেও থিম রেস্তোরাঁ যথেষ্ট জনপ্রিয়। কোনও রেস্টুরেন্টের ভিতরে ঢুকলে চলে যাবেন যেন সোজা জঙ্গলে আবার কোনওটায় ঢুকলে মনে হবে যেন পৌঁছে গিয়েছেন রাস্তার ধারের খাটিয়া পাতা ধাবায়। কোনওটা যেন আস্ত একটা স্টেশন। কিন্তু বিশ্ব জুড়ে এমন সব অদ্ভূতুড়ে রেস্তোরাঁ রয়েছে যা দেখে চোখ কপালে উঠতেই পারে আপনার। জেনে নিন এমনই কিছু অদ্ভূত রেস্তোরাঁর হাল হকিকত।
আরও পড়ুন: যে ১০ ভুল আমরা অল্প বয়সে সকলেই করি