Muhammad V of Kelantan

কয়েক মাস উদ্দাম প্রেমের পর ‘অজান্তে বিয়ে’ করেন সুলতানকে! একটি পোস্টে মাথায় বাজ পড়ে আমেরিকার পপ গায়িকার

আমেরিকার ওই গায়িকার নাম ব্রিটানি পোর্টার। যদিও পেশাদার জগতে ব্রুক লিন নাম ব্যবহার করেন তিনি। ২০২৪ সালের জানুয়ারিতে মালয়েশিয়ার প্রাক্তন রাজা এবং কেলানতানের বর্তমান শাসক সুলতান পঞ্চম মহম্মদের সঙ্গে নিউ ইয়র্কে আলাপ হয় তাঁর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৫ ১০:৫৬
Share:
০১ ২২

সুলতানকে ‘অজান্তে’ বিয়ে করে ফেলেছেন! কয়েক মাস আগে তেমনটাই দাবি তুলে হইচই ফেলেছিলেন মার্কিন পপ তারকা। আমেরিকার ওই পপ গায়িকা জানিয়েছিলেন, তিনি ভেবেছিলেন যে সুলতানের সঙ্গে বাগ্‌দান হচ্ছে তাঁর। কিন্তু পরে জানতে পারেন, সেটা বিয়ে ছিল।

০২ ২২

আমেরিকার ওই গায়িকার নাম ব্রিটানি পোর্টার। যদিও পেশাদার জগতে ব্রুক লিন নাম ব্যবহার করেন তিনি। ২০২৪ সালের জানুয়ারিতে মালয়েশিয়ার প্রাক্তন রাজা এবং কেলানতানের বর্তমান শাসক সুলতান পঞ্চম মহম্মদের সঙ্গে নিউ ইয়র্কে আলাপ হয় তাঁর। বন্ধুত্বও হয়। শীঘ্রই সেই বন্ধুত্ব প্রেমে গড়ায়।

Advertisement
০৩ ২২

চিনা সংবাদমাধ্যম ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’কে ব্রিটানি বলেছেন, ‘‘আমাদের মধ্যের রসায়ন ভাল জমে উঠেছিল। প্রায়ই আড্ডা দিতাম। প্রথমে আমরা কেবল বন্ধু ছিলাম। এর পর আমরা প্রতি দিন কথা বলতে শুরু করি। বন্ধুত্ব থেকে প্রেমও হয়।’’

০৪ ২২

মার্কিন পপ গায়িকা জানিয়েছেন, মালয়েশিয়ার সুলতানের সঙ্গে সম্পর্কে থাকাকালীন তাঁর জীবনযাত্রা অসাধারণ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। প্রায়ই তাঁকে এবং তাঁর বন্ধুদের পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে এবং তাইল্যান্ডে ঘুরতে নিয়ে যেতেন সুলতান। দামি দামি উপহার দিতেন। ভাল ভাল খাবার খাওয়াতেন।

০৫ ২২

ব্রিটানির কথায়, “সুলতান আমায় এবং আমার বন্ধুদের সারা বিশ্বে ঘুরতে নিয়ে গিয়েছিলেন। খুবই উদার উনি। আমাদের সুন্দর হোটেল রাখতেন। আমার বন্ধুদেরও যত্নে খামতি হত না। উপহারও দিতেন অনেক। আমাদের ভ্রমণের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতেন।”

০৬ ২২

সুলতান তাঁকে ডিজ়াইনার পোশাক, ব্যাগ এবং নীল হিরেখচিত গয়না উপহার দিয়েছিলেন বলেও ব্রিটানি জানিয়েছেন। তবে হঠাৎ করেই তাঁদের সম্পর্কে নয়া মোড় আসে।

০৭ ২২

২০২৪ সালের এপ্রিলে ওমান ভ্রমণে গিয়েছিলেন যুগল। সেখানে বাগ্‌দানের কথা ছিল ওই জুটির। কিন্তু অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর ব্রিটানি জানতে পারেন, সুলতানের সঙ্গে বাগ্‌দান নয়, বিয়ে হয়ে গিয়েছে তাঁর। যদিও তাঁদের বিয়ের কথা কোনও দিন স্বীকার করেননি কেলেনতানের সুলতান।

০৮ ২২

ব্রিটানির কথায়, ‘‘আমি ভেবেছিলাম আমরা সেখানে বাগ্‌দান করেছি। কারণ আমার সংস্কৃতিতে বিয়ে অনেক বড় একটা ব্যাপার এবং বড় সিদ্ধান্ত। ভেবেছিলাম ২০২৫ সালের জানুয়ারিতে বিয়ে করব।’’

০৯ ২২

আমেরিকার গায়িকা আরও বলেছেন, ‘‘ওমানে গিয়ে আমি বিভ্রান্ত হয়ে পড়ি। দেখি অনুষ্ঠানে এক জন ইমামকে ডেকে আনা হয়েছে। পরে বুঝতে পেরেছিলাম ইসলামি আইন অনুযায়ী আমাদের বিয়ে হয়ে গিয়েছে।’’

১০ ২২

ব্রিটানি জানিয়েছেন, পুরো বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে পড়লেও তিনি কাউকে কিছু বলেননি। ওমান থেকে মালয়েশিয়া ফিরে যান তাঁরা। সেখানে ব্রিটানিকে সুলতানের স্ত্রী হিসাবে ঐতিহ্য মেনে ‘চে পুয়ান’ উপাধি দেওয়া হয়।

১১ ২২

ব্রিটানি জানিয়েছেন, মালয়েশিয়া যাওয়ার পরেই সুলতানের ব্যবহারে বদল আসে। তিনি যে সমস্ত পোশাক মালয়েশিয়া নিয়ে গিয়েছিলেন, তা রাজপরিবারের জন্য উপযুক্ত ছিল না। ফলে অনেক কেনাকাটা করতে হয়েছিল তাঁকে।

১২ ২২

ব্রিটানির কথায়, ‘‘যিনি একসময় আমার জন্য লক্ষ লক্ষ খরচ করতেন, সেই সুলতানই আমার খরচ নিয়ে খিটখিট শুরু করেন। মনে হত, তিনি অন্য কোনও বিষয়ে বিরক্ত ছিলেন এবং আমার খরচকে অজুহাত হিসাবে ব্যবহার করছেন।’’

১৩ ২২

এর পর ব্রিটানি আমেরিকা ফিরে আসেন। কিন্তু তিনি ফিরে আসার পরেই সুলতান তাঁর সঙ্গে কথাবার্তা কমিয়ে দেন। তেমনটাই দাবি পপ গায়িকার। ব্রিটানি জানিয়েছেন, এর মধ্যেই তাঁর গর্ভপাত হয়। সুলতানের সঙ্গে সম্পর্ক আরও খারাপ হয়। গত অক্টোবর থেকে তাঁদের মধ্যে সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে যায়।

১৪ ২২

সংবাদমাধ্যমে ব্রিটানি বলেছেন, ‘‘সুলতান আমার সঙ্গে যোগাযোগ ছিন্ন করার পর আমি ভয়ে লস অ্যাঞ্জেলস থেকে মালয়েশিয়ায় চলে যাই। জানতে পারি সুলতান সিঙ্গাপুরে রয়েছেন। সিঙ্গাপুরে ছুটে যাই। কিন্তু আমাকে তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হয় না। আমি বার বার কথা বলতে চেয়েছিলাম। কিন্তু আমার সঙ্গে কথা না বলেই মাঝরাতে প্লেনে চড়ে সিঙ্গাপুর থেকে চলে যান তিনি।’’

১৫ ২২

ব্রিটানি জানিয়েছেন, এর পর তাঁর মাথায় বাজ ভেঙে পড়ে। তিনি জানতে পারেন, সুলতান তাঁর এক বন্ধুর সঙ্গে যোগাযোগ করেছিলেন। সেই বন্ধুর কাছে সুলতান তাঁদের সম্পর্কে থাকার কথা অস্বীকার করেন।

১৬ ২২

এর মধ্যেই সুলতান পঞ্চম মহম্মদ সমাজমাধ্যমে তাঁর স্ত্রী সুলতানা নুর ডায়ানা পেত্রাকে ১৫তম বিবাহবার্ষিকী উপলক্ষে অভিনন্দন জানিয়ে একটি পোস্ট করেন। সেই পোস্ট দেখে হতবাক হয়ে যান ব্রিটানি।

১৭ ২২

ব্রিটানির কথায়, ‘‘সুলতান আমায় বলেছিলেন যে তাঁদের মধ্যে আর যোগাযোগ নেই। তাঁদের সম্পর্কও শেষ। আমি যদি আগে জানতাম যে আমি দ্বিতীয় স্ত্রী হতে যাচ্ছি, আমি জানি না এই সম্পর্ক মেনে নিতাম কি না।’’

১৮ ২২

মার্কিন পপ গায়িকা আরও বলেন, “আমি নিজেকে বাগ্‌দত্তা ভাবছিলাম। এখন বুঝতে পারছি যে আমি বিবাহিত এবং স্বামীর থেকে আলাদা। আমি ইসলামিক বিবাহবিচ্ছেদ পদ্ধতি সম্পর্কে জানতে পেরেছি। সুলতান আমায় তালাক দেননি। আমায় কিছু জানানো হয়নি। যথাযথ এবং আইনি বিচ্ছেদ আমার প্রাপ্য। ক্ষমাও চাওয়া উচিত আমার কাছে।’’

১৯ ২২

কয়েক দিন আগে সুলতানের রাজকীয় বাসভবন, ব্যক্তিগত বিমান এবং বিলাসবহুল জীবনযাপনের বেশ কয়েকটি ছবি দিয়ে ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্ট করেন ব্রিটানি। পোস্টে তিনি জানিয়েছেন, সম্পর্কে জড়িয়ে কী ভাবে হৃদয় ভেঙেছে তাঁর।

২০ ২২

তবে ব্রিটানি জানিয়েছেন, গত কয়েক মাস চিকিৎসার পর তিনি এখন ভাল আছেন। গানের জীবনেও ফিরেছেন তিনি। আগামী জানুয়ারিতে একটি অ্যালবাম মুক্তির পরিকল্পনা করছেন তিনি।

২১ ২২

২০১৯ সালে সিংহাসন ছাড়েন মালয়েশিয়ার সুলতান পঞ্চম মহম্মদ। পদত্যাগপত্র জমা দিয়েছিলেন তিনি। তা গৃহীতও হয়। পঞ্চম মহম্মদ মালয়েশিয়ার প্রথম সুলতান যিনি মেয়াদ শেষ হওয়ার আগে শাসকের পদ ছেড়েছিলেন। এক রুশ সুন্দরীর সঙ্গে গোপনে বিয়ে সেরেছেন বলে খবর ছড়ানোর জেরেই তাঁর সেই সিদ্ধান্ত ছিল বলে জল্পনা তৈরি হয়েছিল সেই সময়।

২২ ২২

মালয়েশিয়ার সংবিধান অনুযায়ী, পালা করে সুলতান হওয়ার সুযোগ পান ৯ রাজ্যের শাসক। তাঁদের প্রত্যেকের মেয়াদ থাকে ৫ বছর করে। ২০১৬ সালের ১৩ ডিসেম্বর অন্য শাসকদের সম্মতিতে, দেশের কনিষ্ঠতম সুলতান হিসাবে অভিষিক্ত হন কেলানতানের শাসক পঞ্চম মহম্মদ। ২০২১ পর্যন্ত ওই পদে থাকার কথা ছিল তাঁর। কিন্তু দু’বছর আগেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement