বিশ্বে সবচেয়ে বেশি বিক্রি হয় এই পিস্তলগুলি

ফেলুদার কোল্ট ৩২ রিভলভারের কথা মনে আছে নিশ্চই! শুধু ফেলুদা কেন, জেম্স বন্ড থেকে শুরু করে শার্লক হোম্‌স দুনিয়ার অনেক গোয়েন্দার আত্মরক্ষার চুড়ান্ত হাতিয়ার ছোট আকারের রিভলভার বা পিস্তল।

Advertisement
শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:০৩
Share:

স্প্রিংফিল্ড এক্সডি ০.৪৫: পিস্তলটি লম্বায় ৮.৩০ ইঞ্চি। এর একটি ম্যাগাজিনে ১৩টি গুলি থাকে। <br>৪৬৭ ফুট দূরের লক্ষ্যে নিখুঁত আঘাত হানতে সক্ষম। দাম প্রায় ৮০০ ডলার।

ফেলুদার কোল্ট ৩২ রিভলভারের কথা মনে আছে নিশ্চই! শুধু ফেলুদা কেন, জেম্স বন্ড থেকে শুরু করে শার্লক হোম্‌স দুনিয়ার অনেক গোয়েন্দার আত্মরক্ষার চুড়ান্ত হাতিয়ার ছোট আকারের রিভলভার বা পিস্তল। এ তো গেল ডিটেকটিভ গল্পের নায়কদের কথা। বাস্তবেও কখনও ব্যক্তিগত সুরক্ষার কারণে, কখনওবা দেশের সেনা বাহিনী বা পুলিশে ব্যবহৃত হয় এই পিস্তলগুলি। আকারে ছোট, কিন্তু আপনাকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে বা লড়াইয়ে এই পিস্তলগুলি উপযোগিতা অনেক। জেনে নেওয়া জাক বিশ্বে সবচেয়ে বেশি বিক্রি হওয়া এমনই কিছু পিস্তলের কথা।

Advertisement

এই সংক্রান্ত আরও খবর...

Advertisement

• মডেল না সেনাকর্মী!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement