বিশ্বের সেরা দশ প্রাকৃতিক খিলান

প্রকৃতি কতই না বৈচিত্র্য সাজিয়ে রেখেছে আমাদের জন্য। আপন মনে শিল্পীর দক্ষতায় সৃষ্টি করে গেছে একের পর ভাস্কর্য। সেই সব ভাস্কর্য ছড়িয়ে রয়েছে পৃথিবীর নানা প্রান্তে। এমনই ভাস্কর্যের নমুনা হল প্রাকৃতিক খিলান। বিশ্বের সেরা দশটি প্রাকৃতিক খিলানের হদিশ রইল আপনাদের জন্য।

Advertisement
শেষ আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:৫৫
Share:

৪। আজুর উইন্ডো: মালাটার গোজো দীপের অবস্থিত এই স্বাভাবিক খিলানটি চুনা পাথার দিয়ে তৈরি। সুমদ্র ভাঙনের ফলেই এই খিলানটি তৈরি। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছে, এর আয়ু বেশ দিন নয়। আর কয়েক বছরের মধ্যে এটি ভেঙে পডবে।

প্রকৃতি কতই না বৈচিত্র্য সাজিয়ে রেখেছে আমাদের জন্য। আপন মনে শিল্পীর দক্ষতায় সৃষ্টি করে গেছে একের পর ভাস্কর্য। সেই সব ভাস্কর্য ছড়িয়ে রয়েছে পৃথিবীর নানা প্রান্তে। এমনই ভাস্কর্যের নমুনা হল প্রাকৃতিক খিলান। বিশ্বের সেরা দশটি প্রাকৃতিক খিলানের হদিশ রইল আপনাদের জন্য।

Advertisement

দেখুুন ফোটোগ্যালারি: যে সব পাহাড়চুড়োয় আজও পা রাখতে পারেনি মানুষ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement