ইসকুলে মুশকিল

উত্তর দিচ্ছেন পুষ্পা মিশ্রহাতের লেখা উন্নত করার জন্য অভ্যাস করতে হবে। ইংরেজি আর বাংলা হাতের লেখার খাতায় ধীরে ধীরে হাতের লেখা মকশো করতে হবে। মনে রাখবে, তাড়াহুড়ো করে লিখলে হাতের লেখা খারাপ হবে, তাই শান্ত মনে লেখার অভ্যেস করো। প্রতিদিন তিন-চার পাতা হাতের লেখা লিখবে।

Advertisement
শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৫ ০০:০৩
Share:

১) হাতের লেখা খুব খারাপ, ২) খুব বানান ভুল হয়, ৩) অঙ্ক ও ইতিহাস পড়তে ভাল লাগে না, ৪) পড়ায় মন বসে না, টিভি আর কম্পিউটার গেমসের দিকে মন পড়ে থাকে, ৫) ক্লাসের শেষে স্যর কী পড়ালেন মনে থাকে না।

Advertisement

কুণাল দাস। নবম শ্রেণি, বোলপুর হাই স্কুল এবং সৌমন্তক দত্ত। সপ্তম শ্রেণি, রাজীবপুর সেন্ট যোসেফ উচ্চ বিদ্যালয়, দক্ষিণ দিনাজপুর

Advertisement

কুণাল আর সৌমন্তক, তোমাদের প্রশ্নের উত্তর দিচ্ছি। এই পদ্ধতিগুলো প্রয়োগ করে দেখো, আশা করছি, ভাল ফল পাবে। মনে রাখবে, কোনও কিছুতে ভাল করতে হলে পরিশ্রম করতে হবে। না হলে উন্নতি করা যাবে না।

১) হাতের লেখা উন্নত করার জন্য অভ্যাস করতে হবে। ইংরেজি আর বাংলা হাতের লেখার খাতায় ধীরে ধীরে হাতের লেখা মকশো করতে হবে। মনে রাখবে, তাড়াহুড়ো করে লিখলে হাতের লেখা খারাপ হবে, তাই শান্ত মনে লেখার অভ্যেস করো। প্রতিদিন তিন-চার পাতা হাতের লেখা লিখবে। ২) বানান বলে আর লিখে অভ্যেস করতে হবে। কয়েক বার পড়ে কাউকে বলবে তোমাকে বানান ধরতে। যে বানান শিখেছ, তা দিয়ে বাক্য রচনা করবে। ৩) ইতিহাস সব সময় মনে একটা জিজ্ঞাসা, একটা প্রশ্ন নিয়ে পড়বে। তোমার পড়াটা ওই প্রশ্নের উত্তর জানার জন্য। যেমন, মনে প্রশ্ন রাখবে, ‘আচ্ছা, পাঁচ হাজার বছর আগে আমাদের কোনও সভ্যতা ছিল কি? যদি ছিল, তা হলে কেমন ছিল? এই প্রশ্ন নিয়ে হরোপ্পা, মহেনঞ্জোদাড়োর সভ্যতা সম্বন্ধে পড়লে ভাল লাগবে। আর অঙ্ক যত ক্ষণ না বুঝবে, তত ক্ষণ ছাড়বে না। বুঝে করবে, আর অঙ্ক অভ্যাস না করলে হবে না। প্রশ্নপত্রের অঙ্ক খাতায় টুকবে, মনে মনে উত্তর না কষে, প্রতিটি স্টেপ খাতায় করবে। পাশাপাশি না লিখে প্রতিটি স্টেপ একের পর এক লিখবে। শান্ত জায়গায় অঙ্ক অভ্যেস করবে আর যেখানে সম্ভব অঙ্কের প্রশ্নটার একটা ছবি এঁকে নেবে। ৪) টিভি আর কম্পিউটার গেমস করা একেবারে ছেড়ে দিতে হবে। কয়েক দিন খুব খারাপ লাগবে কিন্তু তার পর মন শান্ত হয়ে যাবে। তার পরই পড়ায় মন দিতে পারবে। না পারলে, পড়াশুনা ক্ষতিগ্রস্ত হবে। ৫) শিক্ষক যখন পড়ান, তখন নিশ্চয় তুমি অন্য কিছু ভাবতে থাকো, তাই ক্লাসের শেষে তোমার কিছু মনে থাকে না। তাই, শিক্ষক পড়াবার সময় তুমি যদি গুরুত্বপূর্ণ পয়েন্ট খাতায় লিখে নাও, তা হলে তোমাদের মনেও থাকবে আর মনোযোগ অন্য দিকেও যাবে না।

আমি ক্লাস সিক্সের ছাত্রী। আমি বইয়ের যে কোনও ছবি দেখলেই ছবিটিকে পেন দিয়ে (ব্যঙ্গ করে তুলি) স্কেচ করে ছবিটিকে হাস্যকর করে তুলি। এ জন্য স্যরেদের কাছ থেকে খুব বকুনি জোটে। কী করব?

শর্মিলা কুণ্ডু। ষষ্ঠ শ্রেণি, তারকেশ্বর

শর্মিলা, তুমি কার্টুন আঁকা শেখার চেষ্টা করো। হয়তো ওই দিকে তোমার প্রবণতাকে ঘুরিয়ে দিলে সমস্যার সমাধান হয়ে যাবে।

খামে ভরো মুশকিল

পড়াশোনা, শিক্ষক বা বন্ধুদের নিয়ে তোমার যা মুশকিল, জানাও আমাদের। চিঠির উত্তর দেবেন সাইকো-অ্যানালিস্ট পুষ্পা মিশ্র, বেথুন কলেজের প্রাক্তন অধ্যক্ষ।

চিঠিতে তোমার নাম আর ক্লাস জানাতে ভুলো না। খামের উপরে লেখো:

ইসকুলে মুশকিল,

রবিবারের আনন্দমেলা, আনন্দবাজার পত্রিকা,

৬, প্রফুল্ল সরকার স্ট্রিট,

কলকাতা ৭০০০০১

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement