Tiffin Recipe: এক রকম খাবারে খুদের অরুচি? টিফিনে বানিয়ে ফেলুন পাউরুটির উপমা

মুখোরোচক খাবার না হলে তো আবার বাড়ির খুদেটি মুখেও তুলবে না! চটজলদি অল্প কিছু উপকরণ দিয়েই খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন পাউরুটির উপমা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুলাই ২০২২ ১৯:১৭
Share:

পাউরুটির উপমা।

সকালবেলা জলখাবার হোক কিংবা সন্ধাবেলার টিফিন— হালকা খিদে মেটাতে কী বানানো যায় তাই নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। মুখোরোচক খাবার না হলে তো আবার বাড়ির খুদেটি মুখেও তুলবে না! চটজলদি অল্প কিছু উপকরণ দিয়েই খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন পাউরুটির উপমা।

Advertisement

পাউরুটি তো এখন সব বাড়ির হেঁশেলেই থাকে। সেই পাউরুটি যদি এক দিন পুরোনো হয়ে যায়, তা হলে আর খেতে ভাল লাগে না। শক্ত হয়ে যায়। ফেলে না দিয়ে বেঁচে যাওয়া পাউরুটি দিয়েই বানিয়ে ফেলুন এই টিফিন।

রইল রেসিপির হদিস।

Advertisement

উপকরণ:

পাউরুটি: ১০টি স্লাইস (ছোট টুকরোয় কাটা)

কুচনো পেঁয়াজ: ১টি

কুচনো বিন্‌স: ১/৪ কাপ

কুচনো গাজর: ১/৪ কাপ

টক দই: এক কাপ

সাদা তেল: ২ টেবিল চামচ

কারি পাতা: ৯-১০টি

রোস্টেড চিনাবাদাম: ২ চামচ

কুচনো কাঁচালঙ্কা: ৩টি

নুন ও চিনি: স্বাদ মতো

কালো সর্ষে: ১ চা চামচ

পাতিলেবুর রস: ১ চামচ

প্রতীকী ছবি।

প্রণালী:

একটি পাত্রে স্বাদ মতো নুন ও চিনি ও সামান্য জল দিয়ে দই ফেটিয়ে রাখুন। কড়াইতে সাদা তেল গরম করে তাতে সর্ষে আর কারিপাতা ফোড়ন দিয়ে গাজর আর বিন্‌স দিয়ে নাড়াচাড়া করুন। ভাজা হয়ে এলে পেঁয়াজ আর কাঁচালঙ্কা কুচি দিয়ে হালকা ভেজে নিন। তার পর দইয়ের মিশ্রণ দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এ বার ছোট টুকরো করে কেটে রাখা পাউরুটিগুলি দিয়ে আরও ২ থেকে ৩ মিনিট নাডাচাড়া করুন। কড়া থেকে নামানোর আগে রোস্টেড চিনাবাদাম এবং পাতিলেবুর রস ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন পাউরুটির উপমা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement