OATS

সুস্বাদু, অথচ এই খাবার ফ্যাট জমতে দেয় না এতটুকু!

ওটসকেই আরও স্বাদু করে বানানো যায়। রইল স্বাস্থ্যকর অথচ সুস্বাদু এই পদের রেসিপি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৯ ১৭:৪২
Share:

ওটস উপমা, স্বাস্থ্যকর ও সুস্বাদু এই খাবারও রাখতে পারেন ব্রেকফাস্টে।

হজমের সমস্যায় কখনওই ভোগেননি এমন বাঙালি খুঁজে বার করা কঠিন। কিন্তু তবুও মেনুতে সুস্বাদু খাবার চাই-ই। লিভার যতই চোখ রাঙাক, স্বাদকোরকের খাতিরে তাই সুস্বাদু খাবারের সঙ্গে সখ্য বজায় রাখতে বাধ্য হয় বাঙালি। তবে শারীরিক ভাবে সুস্থ অনেকটাই থাকা যায়, যদি দিনের প্রথম খাবার অর্থাৎ ব্রেকফাস্টটা ভাল হয়।

Advertisement

কিন্তু ব্রেকফাস্টের মেনু কী হবে! যাদের ল্যাকটোজ ইনটলারেন্স রয়েছে তারা দুধজাতীয় কোনও খাবারই খেতে পারেন না। আবার সকাল সকাল লুচি বা পরোটাও খুব স্বাস্থ্যকর নয়। আবার ওটস খেতে গিয়ে অনেকেই নাক সিঁটকোয়।

তবে উপায় বেরতে পারে, যদি দেখেন এই ওটসকেই আরও স্বাদু করে বানানো যায়। এমনই এক পদ ওটস উপমা। রইল স্বাস্থ্যকর অথচ সুস্বাদু এই পদের রেসিপি।

Advertisement

আরও পড়ুন: নিরামিষেই ভরবে পেট ও মন, রইল রেড পেপার ব্রকোলি সুপ-এর রেসিপি

উপকরণ

ওট‌স: হাফ কাপ

দু’-আড়াই গ্লাস জল

কড়াইশুঁটি: দুই টেবিল চামচ

গাজরের কুচি: এক কাপ

ঘি: এক টেবিল চামচ

সর্ষে দানা: এক চা চামচ

অড়হড় ডাল: এক টেবিল চামচ

কারি পাতা

কাঁচালঙ্কা

হিং

কাজুবাদাম: এক টেবিল চামচ

পেঁয়াজ: একটা

সুজি: আধ কাপ

টক দই: দুই টেবিল চামচ

লেবুর রস

চিনি

কুড়ানো নারকেল

আরও পড়ুন: ডাব-পনিরে জমুক খাওয়াদাওয়া

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

ওটস-উপমা বানিয়ে ওটসকে করে তুলুন সুস্বাদু।

প্রণালী: আধ কাপ ওট, কোনও তেল বা ঘি ছাড়াই কড়াইতে সেঁকে নিন। সেঁকা হয়ে গেলে একটি প্লেটে ঢালুন। (রোজ রোজ না সেঁকতে চাইলে বেশি করে একবারে সেঁকে একটি বায়ুনিরুদ্ধ কৌটো রেখে দিন।) এবারে আড়াই গ্লাস জল গরম করুন। এবার ফোটানো জলে কড়াইশুঁটি ও গাজর কুচি ঢালুন। যতক্ষণ না কড়াইশুঁটি ও গাজর সেদ্ধ হচ্ছে জল ফুটতে দিন।

এ বার একটি কড়াইতে এক টেবিল চামচ ঘি দিন। ঘি গরম হলে এক চা চামচ সর্ষে দানা ও এক টেবিল চামচ অড়হড় ডাল দিন। হালকা ভাজা হলে তার মধ্যে কয়েকটা কারি পাতা, একটা কাঁচা লঙ্কা কুচি, হিং-এর গুঁড়ো ও কাজু বাদাম দিন। এর মধ্যে একটা পেঁয়াজের কুচি দিন। ভাল করে নাড়তে থাকুন। এতে আধ কাপ সুজি দিন। সেঁকতে থাকুন।

এই মিশ্রণে সেঁকে রাখা ওটস ঢালুন। এর পর আগে থেকে কড়াই শুঁটি ও গাজর সমেত সেদ্ধ জল ঢালুন কড়াইয়ে। ভার করে মিশ্রণটি নাড়তে থাকুন যতক্ষণ না জল টানছে। রান্না হওয়ার সময়েই দুই টেবিল চামচ টক দই, এক চিমটে চিনি। স্বাদ বাড়াতে ইচ্ছে করলে নারকেল কুচি ও ধনে পাতাও দিতে পারেন। পুরো মিশ্রণটি জল না টানা পর্যন্ত নাড়তে থাকুন। জল টেনে নিলে গরম গরম পরিবেশন করুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন