ভারতকে আটকাতে ওরা স্লেজিংও করবে হয়তো

ভারত যে এ বারও সেরা হবে, তা নিয়ে আমার কোনও সংশয় নেই। কী দুরন্ত ছন্দে আছে ধোনি-কোহলিরা! আসলে ভারত টিম গেম খেলছে। যে কারণে সাফল্যও পাচ্ছে। অস্ট্রেলিয়া নিঃসন্দেহে ভাল টিম। তার উপর ঘরের মাঠে খেলবে। নিশ্চয়ই ওরা যাতে সুবিধে পায়, সে রকম পিচই তৈরি করা হবে। আর অস্ট্রেলিয়া তো স্লেজিং করতে পটু। ভারতকে আটকাতে প্রয়োজনে ওরা স্লেজিংও হয়তো করবে।

Advertisement

বিজয় কুমার

শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৫ ১৮:০০
Share:

ভারত যে এ বারও সেরা হবে, তা নিয়ে আমার কোনও সংশয় নেই। কী দুরন্ত ছন্দে আছে ধোনি-কোহলিরা! আসলে ভারত টিম গেম খেলছে। যে কারণে সাফল্যও পাচ্ছে। অস্ট্রেলিয়া নিঃসন্দেহে ভাল টিম। তার উপর ঘরের মাঠে খেলবে। নিশ্চয়ই ওরা যাতে সুবিধে পায়, সে রকম পিচই তৈরি করা হবে। আর অস্ট্রেলিয়া তো স্লেজিং করতে পটু। ভারতকে আটকাতে প্রয়োজনে ওরা স্লেজিংও হয়তো করবে। তবু বলব, হাজার চেষ্টা করেও ভারতকে রোখা যাবে না। ধোনিরা তো ভাল ফর্মে রয়েছেনই, সেই সঙ্গে অদ্ভুত একটা জেতার অভ্যেস তৈরি হয়ে গিয়েছে টিমটার মধ্যে। আশা করি, সেটাই ধরে রাখবেন কোহলি-রায়নারা। তবে, ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালের লড়াই সহজ হবে না। যে দলই জিতুক সহজে জয় পাবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement