সূর্যের গায়ে ‘অন্ধকার’!

চাঁদের গায়ে কলঙ্কের উপমা নতুন নয়। কিন্তু যে সূর্যের আলো জীবন দিয়েছে এবং বাঁচিয়ে রেখেছে গোটা জীবন-জগৎকে, তার গায়ে অন্ধকার?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৫ ১৩:৩১
Share:

সূর্যের গায়ে করোনাল হোল। ছবি: নাসা।

চাঁদের গায়ে কলঙ্কের উপমা নতুন নয়। কিন্তু যে সূর্যের আলো জীবন দিয়েছে এবং বাঁচিয়ে রেখেছে গোটা জীবন-জগৎকে, তার গায়ে অন্ধকার?

Advertisement

শনিবার এই ছবি এসে পৌঁছিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা-র হাতে। গত পাঁচ বছর ধরে সূর্যের উপর নজর রেখে চলেছে নাসার সৌরগতি পর্যবেক্ষক বা সোলার ডিনামিকস্ অবজারভেটরি (এসডিও)। এসডিও-ই তুলে পাঠিয়েছে এই ছবি।

দেখুন গ্যালারি:

Advertisement

রুদ্র রূপ

নাসা বিজ্ঞানীরা জানাচ্ছেন, আসলে এই অন্ধকার সূর্যের গায়ে নয়, রয়েছে সূর্যের জ্যোতির্বলয়ে। একে সূর্যের বলয়গহ্বর (করোনাল হোল) বলা যেতে পারে। সৌরবলয়ে প্রতিনিয়ত পরিবর্তন চলে। বদলাতে থাকে আকার-আকৃতিও। বলয়ের যে সব অংশে নানা কারণে শক্তি এবং গ্যাসের মাত্রা তুলনামূলক কম থাকে, সে জায়গাগুলোই হয়ে ওঠে এমন ঘন অন্ধকার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement