টুকরো খবর

নদীতে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে বাবার সামনেই মৃত্যু হল ছেলের। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে সুন্দরবনের গোসাবার নবাঁকি খালে। বন দফতর থেকে জানা গিয়েছে মৃতের নাম মৃত্যুঞ্জয় হালদার (২৬)। বাড়ি কুলতুলির ঢুুলি গ্রামে। ওই যুবক পেশায় মৎস্যজীবী ছিলেন। বন দফতর ও স্থানীয় সূত্রের খবর, শনিবার ভোরে মৃত্যুঞ্জয় তাঁর বাবা হরিপদ হালদার ও এক প্রতিবেশী বিধান নস্করের সঙ্গে কাঁকড়া ধরতে গিয়েছিলেন।

Advertisement
শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৪ ০১:৫২
Share:

বাবার সামনেই বাঘের থাবায় মৃত্যু ছেলের

Advertisement

নিজস্ব সংবাদদাতা • গোসাবা

নদীতে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে বাবার সামনেই মৃত্যু হল ছেলের। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে সুন্দরবনের গোসাবার নবাঁকি খালে। বন দফতর থেকে জানা গিয়েছে মৃতের নাম মৃত্যুঞ্জয় হালদার (২৬)। বাড়ি কুলতুলির ঢুুলি গ্রামে। ওই যুবক পেশায় মৎস্যজীবী ছিলেন। বন দফতর ও স্থানীয় সূত্রের খবর, শনিবার ভোরে মৃত্যুঞ্জয় তাঁর বাবা হরিপদ হালদার ও এক প্রতিবেশী বিধান নস্করের সঙ্গে কাঁকড়া ধরতে গিয়েছিলেন। রবিবার সকালে ওই মৎস্যজীবীর দলটি যখন কাঁকড়া ধরছিল, সে সময়ে পীরখালি-৫ জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে এসে ওই যুবককে আক্রমণ করে। এরপর তাঁকে মুখে করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সে সময়ে যুবকের বাবা এবং তাঁদের ওই প্রতিবেশী নৌকার দাঁড় ও লাঠি দিয়ে বাঘটিকে তাড়া করেন। বাঘটি মৃত্যুঞ্জয়কে ছেড়ে দিয়ে পালায়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। সুন্দরবন মৎস্যজীবীর রক্ষা কমিটির সম্পাদক সুকান্ত সরদার বলেন, “বাঘের আক্রমণে এক মৎস্যজীবীর মৃত্যু হয়েছে। পরিবার যাতে সরকারি আর্থিক সাহায্য পায় তার জন্য বন দফতরের কাছে আবেদন জানাব।” এ প্রসঙ্গে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর সৌমিত্র দাশগুপ্ত বলেন, “ওই দলটি কোর এলাকায় ঢুকে পড়েছিল। তা ছাড়া, দলটির কাছে কোনও বৈধ কাগজপত্র ছিল কিনা তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে।”

Advertisement

গোয়ালে আগুন

নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর

গোয়ালে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল গবাদি পশুর। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ময়ূরেশ্বরের ল’বেলেড়া গ্রামে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দিন গভীর রাতে সাধন পালের গোয়াল ঘরে আগুন লাগে। পুড়ে মৃত্যু হয় ২টি গরু এবং ৪টি ভেড়ার। গ্রামবাসীরা আগুন নিয়ন্ত্রনে এনে বাকি গবাদি পশুগুলিকে উদ্ধার করেন। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, বাজির আগুন থেকেই ওই অগ্নিকাণ্ড ঘটেছে।

হাতির দেহ

নিজস্ব সংবাদদাতা • বীরপাড়া

প্রায় সপ্তাহ খানেক আগে মৃত একটি মাকনা হাতির পচাগলা দেহ উদ্ধার হল বুধবার। ডুয়ার্সের জলপাইগুড়ি ডিভিশনের দলগাঁ রেঞ্জের জঙ্গল থেকে সেটির দেহ উদ্ধার হয়। দেহটি ময়নাতদন্ত করা হয়। বয়সজনিত কারণে হাতিটির মৃত্যু হতে পারে বলে দাবি বনকর্মীদের একাংশের। মৃত্যুর কারণ যাই হোক না কেন, এক সপ্তাহ ধরে হাতিটি মৃত অবস্থায় পড়ে থাকলেও বনকর্মীরা কেন তা জানতে পারলেন না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

হাতির হানায় মৃত্যু কিশোরের

হাতির হানায় মৃত্যু হল এক কিশোরের। জখম আরও এক যুবক। গত বৃহস্পতিবার অষ্টমীর রাতে ঘটনাটি ঘটে ডুয়ার্সের গজলডোবায়। মৃত কিশোরের নাম সুব্রত মণ্ডল(১৫)। গজলডোবা লাগোয়া আপালচাঁদের জঙ্গল থেকে হাতির একটি দল ধানখেতে ঢুকে পড়ে। হাতির হানা থেকে ধানখেত বাঁচাতে গ্রামের বাসিন্দারা একজোট হয়ে হাতি তাড়াতেও নামেন। সেই দলেই ছিল সুব্রত। কিন্তু আচমকাই একটি দাঁতালের সামনে পড়ে যায় সে এবং তাঁর সঙ্গী যুবক মিঠুন সরকার। হাতির শুঁড়ে পেঁচিয়ে তাকে আছড়ে ফেললে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। অপর আহত যুবকটি অবশ্য বিপন্মুক্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement