টুকরো খবর

ওদলাবাড়ি বাজার লাগোয়া এলাকা থেকে উদ্ধার হল ১৩ ফুটের ময়াল। শনিবার সকালে ওদলাবাড়ি স্টেশন চত্বরে রেলের আন্ডারপাসের কাছেই অজগরটিকে স্থানীয় যুবকেরা উদ্ধার করেন। ন্যাফের মাধ্যমে খবর পেয়ে মালবাজার বন্যপ্রাণি স্কোয়াডের কর্মীরা সেটিকে গরুমারার জঙ্গলে ছেড়ে দেন।

Advertisement
শেষ আপডেট: ১২ অক্টোবর ২০১৪ ০০:৫৯
Share:

ময়াল উদ্ধার

Advertisement

নিজস্ব সংবাদদাতা • মালবাজার

ওদলাবাড়ি বাজার লাগোয়া এলাকা থেকে উদ্ধার হল ১৩ ফুটের ময়াল। শনিবার সকালে ওদলাবাড়ি স্টেশন চত্বরে রেলের আন্ডারপাসের কাছেই অজগরটিকে স্থানীয় যুবকেরা উদ্ধার করেন। ন্যাফের মাধ্যমে খবর পেয়ে মালবাজার বন্যপ্রাণি স্কোয়াডের কর্মীরা সেটিকে গরুমারার জঙ্গলে ছেড়ে দেন।

Advertisement

বাঘের হানায়

বাঘের হামলায় উত্তরপ্রদেশের বিজনৌরে মৃত্যু হল ১০ বছরের এক কিশোরের। পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় বাড়ির বাইরে খেলা করছিল ওই কিশোর। সেই সময় হঠাৎ আক্রমণ করে বাঘটি।

মিড ডে মিলের চাল খেল দাঁতাল

ছবি: দীপঙ্কর ঘটক।

স্কুলের দেওয়াল ভেঙে মিড ডে মিলের চাল খেয়ে গেল একটি দাঁতাল। শুক্রবার গভীর রাতে ডুয়ার্সের লাটাগুড়ি লাগোয়া বিছাভাঙা বনবস্তির প্রাথমিক বিদ্যালয়ের দেওয়াল ভেঙে ৫০ কিলো ওজনের একটি চালের বস্তা বের করে নেয় সেটি। দাঁতালের হামলায় স্কুলের টেবিল, চেয়ারও ভেঙে গিয়েছে। স্কুলের প্রধান শিক্ষক সুকুমার সরকার জানান, এর আগেও হাতির হামলায় স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছিল। দ্রুত স্কুল মেরামত করার জন্যে ঊধ্বর্র্তন মহলে আর্জি জানিয়েছেন তিনি।

ধানের খেতে। দুবরাজপুরে দয়াল সেনগুপ্তর তোলা ছবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement