চোরাশিকার
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
জলদাপাড়ার ছায়া পড়ল গরুমারায়। শুক্রবার মূর্তি নদীর পাড়ে গরুমারা জাতীয় উদ্যানের ইতিহাসে প্রথমবার চোরাশিকারের বলি হল একটি গন্ডার। ময়না তদন্তে তার শরীরে বুলেটের ক্ষত না মিললেও রয়েছে আঘাতের চিহ্ন। উধাও হয়ে গিয়েছে তার খড়্গটিও। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, গণ্ডারটি হার্নিয়ায় আক্রান্ত ছিল। অসুস্থ থাকায় তার চলাফেরাও ছিল ধীর-স্থির। সেই সুযোগেই চোরাশিরারিরা তাকে পিটিয়ে মেরেছে বলে অনুমান। উদ্বিগ্ন বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন বলেন, “খুবই উদ্বেগজনক ঘটনা। গরুমারায় এর আগে কোনও দিন চোরাশিকারিদের আনাগোনা ছিল বলে জানা যায়নি।”
হাতির হানায় ফের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বেলিয়াতোড়
গরু চরাতে গিয়ে হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। বেলিয়াতোড় থানার ছিরাবস্তা গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তি অশোক রায় (৩০) গ্রাম সংলগ্ন বেলবনি বিটের জঙ্গলে গরু চরাতে গিয়েছিলেন। আর বাড়ি ফেরেননি। শুক্রবার রাতে জঙ্গল থেকে তাঁর থেঁতলে যাওয়া দেহ উদ্ধার হয়। মৃতের পরিবারকে নিয়ম মাফিক ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে বনদফতর।