টুকরো খবর

হাতির হানায় পা ভাঙল এক ব্যক্তির। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর থানার বাঁকাদহ রেঞ্জের জঙ্গল লাগোয়া হাতগাড়া গ্রামে। নাম রবি মান্ডি। বাড়ি হাতগাড়া গ্রামেই। গুরুতর জখম অবস্থায় তাঁকে বিষ্ণুপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement
শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৪ ০২:২১
Share:

হাতির হানায় আহত এক

Advertisement

নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর

হাতির হানায় পা ভাঙল এক ব্যক্তির। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর থানার বাঁকাদহ রেঞ্জের জঙ্গল লাগোয়া হাতগাড়া গ্রামে। নাম রবি মান্ডি। বাড়ি হাতগাড়া গ্রামেই। গুরুতর জখম অবস্থায় তাঁকে বিষ্ণুপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১২টি হাতির একটি দল গ্রামে ঢোকার চেষ্টা করে। তাড়াতে গিয়ে একটি হাতির সামনে পড়ে যান তিনি। হাতিটি শুঁড়ে তুলে তাঁকে আছাড় দেয়। বাঁকাদহ রেঞ্জের আধিকারিক বিজয় চক্রবর্তী বলেন, “তাঁর চিকিত্‌সার দায়িত্ব আমাদের।”

Advertisement

সজারুর দেহ

নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি

গাড়ির ধাক্কায় মৃত একটি সজারুর দেহ উদ্ধার করল পরিবেশপ্রেমী সংগঠনের কর্মীরা। মঙ্গলবার সকালে ওদলাবাড়ির সেচ দফতরের অফিসের সামনে ওই প্রাণীটির দেহ পাওয়া যায় বলে জানানো হয়েছে। স্থানীয় নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সংস্থার পক্ষ থেকে পরে দেহটি বন দফতরের হাতে তুলে দেওয়া হয়। সংগঠনের আহ্বায়ক সুজিত দাস জানান, অনেকে সজারুটির শরীরের কাটা তুলে নিয়ে গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement