টুকরো খবর

দলমার প্রায় ১৫০ হাতির দলের একটি অংশ ভেঙে সোনামুখী থেকে ওন্দা হয়ে তালড্যাংরায় ঢুকল। কিন্তু যাওয়ার পথে ক’দিন ধরে ওন্দার মাঝডিহা অঞ্চলের বিভিন্ন গ্রামে হামলা চালায়। এতে আথারডাঙা, সিয়ারা, দানারডিহি, ভেদুয়া, চাঁদাইডাঙা প্রভৃতি গ্রামে কিছু কাঁচা বাড়ি ও পানের বরোজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। গ্রামবাসীর ক্ষোভ, দীপাবলির ঠিক আগে দলটিকে গ্রামের ভিতর দিয়ে দ্বারকেশ্বর নদ পার করা হল। অথচ ক্ষয়ক্ষতির পরিমাপ করতে বন দফতরের কেউ এলেন না।

Advertisement
শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৪ ০১:০৭
Share:

দল ভেঙে দলমার হাতি ঢুকল তালড্যাংরায়
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর

Advertisement

দলমার প্রায় ১৫০ হাতির দলের একটি অংশ ভেঙে সোনামুখী থেকে ওন্দা হয়ে তালড্যাংরায় ঢুকল। কিন্তু যাওয়ার পথে ক’দিন ধরে ওন্দার মাঝডিহা অঞ্চলের বিভিন্ন গ্রামে হামলা চালায়। এতে আথারডাঙা, সিয়ারা, দানারডিহি, ভেদুয়া, চাঁদাইডাঙা প্রভৃতি গ্রামে কিছু কাঁচা বাড়ি ও পানের বরোজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। গ্রামবাসীর ক্ষোভ, দীপাবলির ঠিক আগে দলটিকে গ্রামের ভিতর দিয়ে দ্বারকেশ্বর নদ পার করা হল। অথচ ক্ষয়ক্ষতির পরিমাপ করতে বন দফতরের কেউ এলেন না। ওদের ডেকেও সাড়া পাওয়া যাচ্ছে না। বন দফতরে ওন্দা রেঞ্জের দায়িত্বে রয়েছেন বিষ্ণুপুর রেঞ্জের আধিকারিক প্রকাশ ওঝা ওই গ্রামগুলিতে হাতিদের হামলায় বাসিন্দাদের ক্ষতি হয়েছে বলে স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, “দলমার বড় দলের ৫০টি হাতি ওন্দার ওই সব গ্রাম পেরিয়ে তালড্যাংরায় ঢুকেছে। যাওয়ার পথে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার হিসেব-নিকেশ চলছে। ক্ষতিগ্রস্তরা অবশ্যই ক্ষতিপূরণ পাবেন।” এ দিকে বাঁকাদহ রেঞ্জের জঙ্গলে ঘুরে বেড়ানো ময়ূরঝর্ণা থেকে আসা ১২টি হাতি যে কোনও সময় বিষ্ণুপুর জঙ্গলে ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বনকর্মীরা। প্রকাশবাবু বলেন, “ওই দলটির দিকে আমাদের নজর রয়েছে। বিষ্ণুপুর শহর বা জঙ্গল লাগোয়া গ্রামে যাতে ঢুকতে না পারে বনকর্মীদের তা দেখতে বলা হয়েছে।”

Advertisement


বিষ্ণুপুরের চকবাজার এলাকায় বৃহস্পতিবার থেকে অসুস্থ এই হনুমানটি ঘুরছিল। শুক্রবার বন দফতর উদ্ধার করে। —নিজস্ব চিত্র


একঝাঁক। রেড হেডেড ব্ল্যাক ইবিসের দল। গজলডোবায় দীপঙ্কর ঘটকের তোলা ছবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement