ঢুকল হাতির দল
হাতির দল দাপিয়ে বেড়াল ফরিদপুর (লাউদোহা) থানার বেশ কয়েকটি গ্রামে। বুধবার সন্ধ্যায় সিরষা, বালিজুড়ি ইত্যাদি গ্রামে ঢুকে পড়ে হাতিগুলি। তবে রাত পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। হাতি দেখতে পেয়ে প্রথমে থানায় খবর দেন বাসিন্দারা। পুলিশ এলাকায় যায়। খবর দেওয়া হয় বন দফতরকে। বন দফতর জানায়, দলটিতে পাঁচটি হাতি রয়েছে বলে গ্রামবাসীরা জানিয়েছেন। ওই সব গ্রামের আশপাশে জঙ্গল। গ্রাম থেকে বেরিয়ে হাতিগুলি সেখানে লুকিয়ে পড়েছে। এলাকায় নজর রাখা হয়েছে।
সপরিবার। গুপ্তিপাড়ায় প্রকাশ পালের তোলা ছবি।
খাবারের খোঁজে। রামপুরহাটে।