টুকরো খবর

পরিযায়ী পাখিদের জন্য গতবারের মত এবারও শিলিগুড়ি শহর লাগোয়া ফুলবাড়ি ব্যারেজে এবারও সাউন্ডবক্স বাজিয়ে পিকনিক নিষিদ্ধ ঘোষণা করেছে ফাঁসিদেওয়া ব্লক প্রশাসন। মঙ্গলবার ব্লক প্রশাসনের তরফে জানানো হয়েছে, ফুলবাড়ি ব্যারেজের জলাশয় জুড়ে ইতিমধ্যে নানা প্রজাতির পরিযায়ী পাখিরা চলে এসেছে।

Advertisement
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৪ ০২:০৯
Share:

পরিযায়ীদের জন্য নিষিদ্ধ চড়ুইভাতি

Advertisement

নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

পরিযায়ী পাখিদের জন্য গতবারের মত এবারও শিলিগুড়ি শহর লাগোয়া ফুলবাড়ি ব্যারেজে এবারও সাউন্ডবক্স বাজিয়ে পিকনিক নিষিদ্ধ ঘোষণা করেছে ফাঁসিদেওয়া ব্লক প্রশাসন। মঙ্গলবার ব্লক প্রশাসনের তরফে জানানো হয়েছে, ফুলবাড়ি ব্যারেজের জলাশয় জুড়ে ইতিমধ্যে নানা প্রজাতির পরিযায়ী পাখিরা চলে এসেছে। তাদের নিরাপত্তা এবং শব্দ দূষণের কথা মাথায় রেখে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়াও গোটা ব্যারেজ এলাকায় নতুন করে গাছ লাগোনা ছাড়াও এলাকাটিকে পর্যটন কেন্দ্র হিসাবে সাজিয়ে তোলারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফাঁসিদেওয়ার বিডিও বীরুপাক্ষ মিত্র জানান, ফুলবাড়ি এলাকাটি সারা বছর কমবেশি পরিযায়ী পাখিরা থাকে। শীতের সময় সংখ্যাটা প্রচুর দাঁড়ায়। কিন্তু চিত্‌কার চেঁচামেচি বা সাউন্ডবক্স বাজিয়ে এলাকায় এক সময়ে পিকনিক হত। তাতে পাখিদের সমস্যা হত। অনেক পাখি চলেও যেত। গতবার থেকে তাই ওই এলাকায় পিকনিক নিষিদ্ধ করা হয়েছে। এবারও তা বলবত্‌ থাকবে। তবে ব্যারেজের অন্যপ্রান্তে বাসিন্দারা শব্দ দূষণ না করে পিকনিক করতে পারেন। এ ছাড়া এলাকায় বনসৃজন, বোটিং, মাছ চাষের মত নানা প্রস্তাব বাস্তবায়িত করার চেষ্টা হচ্ছে।

Advertisement

গাছকাটা চলছে

নিজস্ব সংবাদদাতা • মানবাজার

পিকনিক স্পট হিসাবে পরিচিত মানবাজারের দোলাডাঙা এলাকা থেকে জঙ্গল পাতলা হয়ে যাচ্ছে বলে অভিযোগ তুললেন বাসিন্দারা। দোলাডাঙার জয়দেব মাঝি, ধগড়া গ্রামের প্রদীপ মাঝি, সুনীল মাঝিদের অভিযোগ, “গত কয়েকমাস ধরে দোলাডাঙায় নির্বিচারে গাছ কাটা হচ্ছে। বন প্রায় ফাঁকা হয়ে এসেছে।” বাসিন্দাদের একাংশের অভিযোগ, মানবাজার রেঞ্জ অফিসে গিয়ে তাঁরা বনকর্মীদের গাছ কাটার কথা জানিয়ে এসেছিলেন। কিন্তু এ পর্যন্ত গাছ কাটা বন্ধ হয়নি। বাসিন্দাদের আরও অভিযোগ, স্থানীয় কিছু মানুশ এই গাছচুরিতে যুক্ত। তাঁরা গাছ সাফ করে বন দফতরের জমিতে সব্জি ফলাচ্ছে। বনকর্মীরা হাত গুটিয়ে রয়েছে। সেই সুযোগে রাতের অন্ধকারে মোটা মোটা গাছের গুঁড়ি মুকুটমণিপুর জলাধার পেরিয়ে ওপাশে চলে যাচ্ছে। মানবাজারের ভারপ্রাপ্ত রেঞ্জ আধিকারিক সুরেশ বর্মন দাবি করেছেন, “বন লোপাটের ঘটনা জানতাম না। প্রয়োজনের তুলনায় আমাদের কর্মীর সংখ্যাও কম। দোলাডাঙায় কত গাছ কাটা হয়েছে খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।”

বাঘের পায়ের ছাপ

নিজস্ব সংবাদদাতা • কুলতলি

বাঘের পায়ের ছাপ দেখে মঙ্গলবার বিকেলে আতঙ্ক ছড়াল কুলতলির পেটকুলচাঁদ এলাকায়। তেঁতুলিয়া খালের ধারে বাঘের পায়ের ছাপ দেখে গ্রামবাসীরা খবর দেন বন দফতরকে। বনকর্মীরা এলাকায় আসেন। ওই গ্রামের উল্টো দিকেই হেড়োভাঙা জঙ্গল। বন দফতরের অনুমান, সেখান থেকেই খাল সাঁতরে বাঘ এসেছিল এ পাড়ে। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে খালের ধারে জাল দিয়ে ঘিরে দিয়েছে বন দফতর। আলো জ্বালিয়ে রাতপাহারার ব্যবস্থাও হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা বন বিভাগের ডিএফও লিপিকা রায় এ ব্যাপারে বলেন, “গ্রামের দিকে খালপাড়ে বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে। সে জন্য সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। নজরদারি চালানো হচ্ছে।”

প্রাণিসম্পদ বিকাশ সপ্তাহে অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা • আরামবাগ

প্রাণিসম্পদ বিকাশের মাধ্যমে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন এবং স্বনিযুক্তির লক্ষ্যে জনচেতনা বাড়াতে আরামবাগ ব্লক স্তরের ‘জাতীয় প্রাণিসম্পদ বিকাশ সপ্তাহ’ উদ্‌যাপন হয়ে গেল মলয়পুর হাইস্কুল চত্বরে। রবিবার ওই অনুষ্ঠানে গরু নিয়ে প্রদর্শনী এবং তার ভিত্তিতে গোপালকদের পুরস্কৃত করা হয়। এই কর্মসূচি এ বার ১৮ বছরে পড়ল। অনুষ্ঠানটির উদ্বোধন করেন আরামবাগের বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা।

শুরু হল প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ

নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

দু’দিনের প্রানী সম্পদ বিকাশ সপ্তাহ শুরু হল শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ায়। মঙ্গলবার দুপুরে স্থানীয় বিডিও অফিসে ওই সপ্তাহ শুরু হয়। উপস্থিত ছিলেন বিডিও বীরুপাক্ষ মিত্র-সহ প্রানী সম্পদ দফতরের অফিসারেরা। প্রশাসনেকর তরফে জানানো হয়েছে, প্রথমদিনে শতাধিক বাসিন্দা উপস্থিত ছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement