টুকরো খবর

প্রহরীবিহীন রেলগেট পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ল প্রায় ৪০টি গরু। বুধবার দুপুরে আদ্রা ডিভিশনের আদ্রা-ভাগা শাখার রুকনী ও সাঁওতালডিহি স্টেশনের মাঝে পাড়া থানার কেটলাপুর গ্রামের কাছে ঘটনাটি ঘটেছে। রেল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুর তিনটে নাগাদ কেটলাপুর গ্রাম থেকে এক রাখাল ওই গরুর পাল নিয়ে যাচ্ছিল।

Advertisement
শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৪ ০২:০৪
Share:

ট্রেনে কাটা পড়ল ৪০ গরু

Advertisement

প্রহরীবিহীন রেলগেট পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ল প্রায় ৪০টি গরু। বুধবার দুপুরে আদ্রা ডিভিশনের আদ্রা-ভাগা শাখার রুকনী ও সাঁওতালডিহি স্টেশনের মাঝে পাড়া থানার কেটলাপুর গ্রামের কাছে ঘটনাটি ঘটেছে। রেল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুর তিনটে নাগাদ কেটলাপুর গ্রাম থেকে এক রাখাল ওই গরুর পাল নিয়ে যাচ্ছিল। গ্রাম থেকে বেরিয়েই প্রহরীবিহীন রেললাইন পার হওয়ার সময়েই গরুর পালকে ধাক্কা মারে আদ্রা-ভাগা প্যাসেজ্ঞার ট্রেন। গ্রামবাসীর দাবি, ঘটনাস্থলেই মারা যায় প্রায় ৪০টি গরু। পরে ঘটনাস্থলে যান আরপিএফ-র আদ্রা কেন্দ্রের ওসি সঞ্জয় হাজরা। তাঁর কাছে কেটলাপুর গ্রামের ক্ষতিগ্রস্ত বাসিন্দারা মৃত গরুর ক্ষতিপূরণের দাবি জানান। সেই সঙ্গে প্রহরীবিহীন রেলগেটটি বন্ধ করে পাশেই রেললাইনের তলা দিয়ে একটি ছোট সেতু সংস্কার করে সেখান দিয়ে যাতায়াতের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তাঁরা। তাঁদের দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে আশ্বাস দিয়েছেন সঞ্জয়বাবু।

Advertisement

অনুষ্ঠান ঝাড়গ্রামে

ঝাড়গ্রামে প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ পালন

১৮তম জাতীয় প্রাণীসম্পদ বিকাশ সপ্তাহ উপলক্ষে বুধবার ঝাড়গ্রাম ব্লক প্রাণীসম্পদ উন্নয়ন দফতরের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘গ্রামীণ অর্থনীতির উন্নয়নে প্রাণীসম্পদের ভূমিকা এবং কৃত্রিম প্রজননের গুরুত্ব’ শীর্ষক এক আলোচনায় যোগ দেন দফতরের জেলা উপ অধিকর্তা তপন সাধুখাঁ, জেলা পরিষদের মৎস্য ও প্রাণীসম্পদ কর্মাধ্যক্ষ সূর্য অট্ট, ঝাড়গ্রামের পুরপ্রধান দুর্গেশ মল্লদেব প্রমুখ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement