বক্সায় দু’টি দাঁতালের দেহ
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা
একই দিনে দু’টি পূর্ণবয়স্ক দাঁতালের দেহ উদ্ধার হল বক্সা ব্যাঘ্র প্রকল্পের দক্ষিণ রায়ডাকের জঙ্গল থেকে। শনিবার দুপুর আড়াইটের সময় ছিপরা জঙ্গলের ৫ নম্বর কম্পার্টমেন্ট থেকে একটি দাঁতালের দেহ উদ্ধার হয়। হাতিটির আনুমানিক বয়স ১৭-১৮। ঘণ্টাখানেক পরে রায়ডাক জঙ্গলের ৪ নম্বর কম্পার্টমেন্ট এলাকা থেকে ১৫-১৬ বছরের আরও একটি হাতির দেহ উদ্ধার হয়। বন দফতরের দাবি, দু’টি হাতিরই দাঁত অক্ষত ছিল, বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপ ক্ষেত্র অধিকর্তা ভাস্কর জেভি বলেন, “ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
আকাশে উড়িছে: বাঁকুড়ার সারেঙ্গায়। ছবি: উমাকান্ত ধর
রসের সন্ধানে। বসিরহাটে নির্মল বসুর তোলা ছবি।