টুকরো খবর

কলাইকুণ্ডা থেকে হাতির দল ঢুকে পড়ল মেদিনীপুর সদর ব্লক এলাকায়। বৃহস্পতিবার ভোরে নদী পেরিয়ে সদর ব্লকে ঢুকে পড়ে দলটি। দলমার বড় দলটি রয়েছে পিঁড়াকাটা রেঞ্জের কালীবাসার জঙ্গলে। ছোট দলটিও ওই দলের সঙ্গে মিশবে বলে জানাচ্ছেন বন দফতরের কর্তারা।

Advertisement
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৪ ০২:২১
Share:

কলাইকুণ্ডা ছাড়ল হাতির দল

Advertisement

কলাইকুণ্ডা থেকে হাতির দল ঢুকে পড়ল মেদিনীপুর সদর ব্লক এলাকায়। বৃহস্পতিবার ভোরে নদী পেরিয়ে সদর ব্লকে ঢুকে পড়ে দলটি। দলমার বড় দলটি রয়েছে পিঁড়াকাটা রেঞ্জের কালীবাসার জঙ্গলে। ছোট দলটিও ওই দলের সঙ্গে মিশবে বলে জানাচ্ছেন বন দফতরের কর্তারা। এ বার নির্ধারিত সময়ের আগেই দলমার দলটি ওড়িশা থেকে পশ্চিম মেদিনীপুরে ঢুকে পড়ে। এখন বড় দলটি রয়েছে পিঁড়াকাটা রেঞ্জ এলাকায়। সঙ্গে সদ্যোজাত থাকায় দলটি দ্রুত এলাকা ছাড়তে চাইছে না। এই দলে প্রায় ৭০টি হাতি রয়েছে। হুমগড় রেঞ্জের বারোমেসিয়ায় প্রায় ১০টি হাতির একটি দল রয়েছে। অন্যদিকে, একটি দল থেকে গিয়েছিল নয়াগ্রামে। গত রবিবার এখানে একটি দাঁতালের পায়ে পিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়। এরপর হাতির দলটিকে সরিয়ে নিয়ে যাওয়ার তোড়জোর শুরু করে বন দফতর। নয়াগ্রামের জঙ্গল পেরিয়ে হাতির দলটি বুধবার ভোরে কলাইকুণ্ডায় ঢোকে। আসার পথে বেশ কিছু ফসলের ক্ষতি করে। বৃহস্পতিবার ভোরে কংসাবতী নদী পেরিয়ে দলটি মেদিনীপুর সদর ব্লক এলাকায় ঢুকে। বন দফতরের এক কর্তা বলেন, “গতিবিধি দেখে মনে হচ্ছে, এই দলটি বড় দলটির সঙ্গে গিয়েই মিশবে।” এ দিনও বেশির ভাগ সময় বড় দলটি জঙ্গলে ছিল। সেই ভাবে লোকালয়ে আসেনি। অবশ্য হাতি নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক রয়েছে। বন দফতরের অবশ্য আশ্বাস, উদ্বেগের কিছু নেই। হাতির দলের গতিবিধির উপর নজর রাখা হয়েছে।

Advertisement

শীতের আমেজ আসতেই ভিড় জমিয়েছে পরিযায়ী পাখিরা। বৃহস্পতিবার সিউড়ির
তিলপাড়া ব্যারাজে ছবিটি তুলেছেন তাপস বন্দ্যোপাধ্যায়।

পেঁচা কয়...। পিয়ালিতে তোলা ছবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement