বাগানে আটক হাতি
নিজস্ব সংবাদদাতা • মালবাজার
চা বাগানে শাবক সহ আটকে পড়ল মা হাতি। শনিবার ডুয়ার্সের মেটেলির আইভিল চা বাগানের ঘটনা। চাপড়ামারির জঙ্গল থেকে বেড়িয়ে হাতিটি আইভিল চা বাগানের ৭নম্বর সেকশনে ঢুকে পড়ে বলেন। তাঁদের ধারণা, দলের সঙ্গেই শুক্রবার গভীর রাতে চা বাগানে শাবক নিয়ে ঢুকে পড়েছিল হাতিটি। শাবকটি দ্রুত হাঁটতে না পারায় ভোর হয়ে গেলেও দলের সঙ্গে জঙ্গলে ফিরতে পারেনি। সন্ধ্যার পর হাতিটি অবশ্য শাবকটিকে নিয়ে জঙ্গলের দিকে রওনা দিয়েছে।
অসুস্থ শকুনটিকে বেঁধে রেখেছিলেন উত্তর দিনাজপুরের একটি গ্রামের আদিবাসীরা।
পরিবেশপ্রেমীরা উদ্ধার করেন সেটি। ছবি: তরুণ দেবনাথ।