টুকরো খবর

অসুস্থ হস্তিশাবককে দেখতে এসে মা-হাতির পায়ে পিষ্ট হয়ে জখম হলেন এক যুবক। বুধবার ভোরে গোয়ালতোড় থানার গোহালডাঙার এই ঘটনায় জখম নাড়ুগোপাল ঘোষকে প্রথমে গোয়ালতোড় ব্লক হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisement
শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৪ ০১:২২
Share:

হাতির পায়ে পিষ্ট হয়ে জখম যুবক

Advertisement

নিজস্ব সংবাদদাতা • ঘাটাল

মাঠে পড়ে অসুস্থ হস্তিশাবক। (ইনসেটে) জখম নাড়ুগোপাল ঘোষ।—নিজস্ব চিত্র।

Advertisement

অসুস্থ হস্তিশাবককে দেখতে এসে মা-হাতির পায়ে পিষ্ট হয়ে জখম হলেন এক যুবক। বুধবার ভোরে গোয়ালতোড় থানার গোহালডাঙার এই ঘটনায় জখম নাড়ুগোপাল ঘোষকে প্রথমে গোয়ালতোড় ব্লক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মেদিনীপুর মেডিক্যালে স্থানান্তরিত করা হয়। বন দফতরের ডিএফও (রূপনারায়ণ) রবীন্দ্রনাথ সাহা বলেন, “অসুস্থ হস্তিশাবকটি ঘিরে রেখেছিল ১০-১২টি হাতি। সেই সময় ওই যুবক মোবাইলে শাবকটির ছবি তোলার সময়ই হয়ে মা-হাতিগুলি তাঁকে তাড়া করে। শুঁড়ে করে মাটিতে আছড়ে পায়ে পিষে দেয়।” সম্প্রতি ময়ূরঝর্ণা থেকে ৬০ টি হাতির দল গোয়ালতোড়ে ঢুকে দু’ভাগে ভাগ হয়ে যায়। এখন হাতির একটি দল হুমগড় এবং একটি দল বীরপাতরি জঙ্গলে রয়েছে। দিন দশেক আগে স্থানীয় বীরপাতরি জঙ্গলে একটি হস্তিশাবকের জন্ম হয়। মঙ্গলবার রাতে ওই শিশুটি অসুস্থ হয়ে পড়ে। নোহারি জঙ্গলে ঢোকার আগে গোহালডাঙায় প্রায় ১০-১২টি হাতি ওই শাবকটিকে ঘিরে রাখে। কিন্তু সকাল হতেই প্রচুর লোকের ভিড় শুরু করে। তখন হস্তিশাবকের মা ছাড়া বাকিরা সবাই জঙ্গলে ঢুকে যায়। সেই সময়ই ওই যুবক মোবাইলে ছবি তোলার সময় ক্ষুব্ধ হয়ে মা-হাতিটি তাড়া করে। এমনকী ওই যুবককে শুঁড়ে করে মাটিতে আছড়ে ফেলে পায়ে পিষেও দেয়। তবে বন দফতর সূত্রে জানা গিয়েছে, অসুস্থ হস্তিশাবকের চিকিৎসা চলছে গোহালডাঙা এলাকাতেই।

সরকারি অস্ত্রে চোরাশিকার

নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি

সরকারি অস্ত্র কারখানায় তৈরি ইনস্যাস রাইফেল হাতে পেয়েছে চোরাশিকারিরা। তাই দিয়ে তারা কাজিরাঙায় গন্ডার শিকার করল। বুড়াপাহাড় রেঞ্জে ঘটনাস্থল থেকে উদ্ধার ওই রাইফেলের খালি কার্তুজ দেখে হতবাক বনকর্তারা। বুড়াপাহাড়ের রেঞ্জার জিনিরাম বরদলৈ জানান, গত রাতে শিলিখাতল পাহাড়ের কঠালচাং বন শিবিরের কাছে রক্ষীরা গুলির শব্দ শোনেন। আজ সকালে সেখানে একটি পুরুষ গন্ডার শাবকের দেহ মেলে। তার খড়্গ শিকারিরা কেটে নিয়ে গিয়েছিল। বন দফতর সূত্রের খবর, ঘটনাস্থলে উদ্ধার ইনস্যাস রাইফেলের খালি কার্তুজ দেখে বোঝা যায়, অস্ত্রটি ইছাপুরের কারখানায় তৈরি হয়েছে। এক মাত্র সরকারি নিরাপত্তাবাহিনীর হাতেই ওই ধরনের রাইফেল থাকে। কোথা থেকে শিকারিরা তা জোগাড় করেছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে। অন্য দিকে, ওরাং জাতীয় উদ্যানের গেন্ডামারি বিলের পাশে এ দিন একটি স্ত্রী গন্ডারের দেহ মেলে। শিকারিরা তার খড়্গ নিয়ে গিয়েছে। সম্ভবত ৩ দিন আগে গন্ডারটির শিকার করা হয়েছিল।

অনুমতি না নিয়ে গাছ কাটার নালিশ

নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

প্রয়োজনীয় অনুমতি না-নিয়েই গাছ কাটার অভিযোগ উঠেছে শিলিগুড়ি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে অরুণোদয় সঙ্ঘের কর্মকর্তাদের একাংশের বিরুদ্ধে। বুধবার ওই ক্লাবের সামনে মাঠের ধারে থাকা অন্তত ৩টি গাছ কাটতে দেখে প্রশ্ন তোলেন এলাকার বাসিন্দাদের অনেকেই। রথীন পাল-সহ কয়েকজন বাসিন্দারা কর্মকর্তাদের কাছে জানতে চান গাছ কাটার ছাড়পত্র রয়েছে কি না? সে সময় ছাড়পত্র কেউ দেখাতে না-পারলে রথীনবাবু পুলিশে ফোন করে জানান। পুলিশ গিয়ে জিজ্ঞাসাবাদ করে খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement