হাতির হানা, বাড়ি ভাঙচুর
নিজস্ব সংবাদদাতা • ধুবুরি
খাবারের খোঁজে গ্রামে ঢুকে ৩০টি বাড়িতে ভাঙচুর চালালো হাতির পাল। রবিবার গভীর রাতে ধুবুরি জেলায় মেঘালয় সীমানার পিপুলবাড়ি জঙ্গল লাগোয়া গ্রামে ঘটনাটি ঘটে। বন দফতর সুত্রে জানা গিয়েছে, রাত ১ টা নাগাদ মেঘালয়ের জঙ্গল থেকে ৪০/৪৫ টি দাঁতালের দল ওই গ্রামে ঢুকে পরে। হাতির পালের তাণ্ডবে গ্রামবাসীরা বাড়ি-ঘর ছেড়ে পালাতে শুরু করে। প্রায় ২ ঘন্টা ওই গ্রামে তাণ্ডব চালায়। জমি থেকে সদ্য-কাটা ধানও খেয়ে নেয় দাঁতালের দলটি।
হনুমানের অত্যাচারে অতিষ্ঠ
একটি হনুমানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পথ অবরোধ করলেন এলাকাবাসী। সোমবার দুপুরে অন্ডালের দক্ষিণখণ্ড গ্রামে প্রায় আড়াই ঘণ্টা অন্ডাল-উখড়া রাস্তা অবরোধ করা হয়। বাসিন্দাদের দাবি, মাসখানেক ধরে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে হনুমানটি। অন্তত ২৮ জন তার হামলার মুখে পড়েছে। সোমবার সকালে কাজ করার সময়ে এক রাজমিস্ত্রির হাতে কামড় দেয় সে। তার পরেই রাস্তা অবরোধ করেন ক্ষুব্ধ এলাকাবাসী। পুলিশ গেলে তাঁরা জানিয়ে দেন, বন দফতর ব্যবস্থা না নেওয়া পর্যন্ত অবরোধ চলবে। বন দফতরের কর্মীরা গিয়ে আশ্বাস দিলে অবরোধ ওঠে। তবে এ দিন হনুমানটিকে ধরা যায়নি।