টুকরো খবর

হাতির হানায় মৃত্যু হল এক চা শ্রমিকের। সোমবার রাতে ঘটনাটি ঘটে মেচপাড়া চা বাগানের মুন্সি লাইনে। কালচিনি থানা সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম ক্লেমেন্ট সোরেন (৩৯)। সোমবার রাত দশটা নাগাদ আচমকা মেচপাড়া চা বাগানের মুন্সি লাইনে একটি দাঁতাল হাতি ঢুকে পড়ে। সেই সময় হাতির সামনে পড়ে যান ওই চা শ্রমিক।

Advertisement
শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৪ ০৩:২০
Share:

হাতির হানা, মৃত শ্রমিক

Advertisement

নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার

হাতির হানায় মৃত্যু হল এক চা শ্রমিকের। সোমবার রাতে ঘটনাটি ঘটে মেচপাড়া চা বাগানের মুন্সি লাইনে। কালচিনি থানা সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম ক্লেমেন্ট সোরেন (৩৯)। সোমবার রাত দশটা নাগাদ আচমকা মেচপাড়া চা বাগানের মুন্সি লাইনে একটি দাঁতাল হাতি ঢুকে পড়ে। সেই সময় হাতির সামনে পড়ে যান ওই চা শ্রমিক। হাতিটি ক্লেমেন্টকে শুঁড়ে পেঁচিয়ে মাটিতে আছাড় মারে। পরে তার উপর দিয়ে চলে যায়।

Advertisement

হাতির হানায় বৃদ্ধের মৃত্যু

নয়াগ্রাম থানার কাশিয়ার জঙ্গলে বুনো হাতির হামলায় মৃত্যু হল এক বৃদ্ধের। সোমবার বিকেলের ঘটনা। মৃত সন্তোষ মাহাতোর (৬০) বাড়ি কাশিয়া গ্রামেই। বন দফতর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার কাশিয়া গ্রামের কাছের জঙ্গলে গরু চরাতে গিয়েছিলেন সন্তোষবাবু। ওই সময় স্থানীয় কয়েকজন জঙ্গলে কাঠ-পাতা কুড়োচ্ছিলেন। গরু চরানোর ফাঁকে পাতা কুড়োনিদের সঙ্গে সন্তোষবাবু গল্পগুজব করছিলেন। আচমকা একটি বুনো দাঁতাল হাতি সেখানে তেড়ে আসে। হাতি দেখে ছুটে পালাতে গিয়ে পড়ে যান সন্তোষবাবু। প্রত্যক্ষদর্শীরা জানান, হাতিটি সন্তোষবাবুকে শুঁড়ে জড়িয়ে মাটিতে আছড়ে দেয়। ঘটনাস্থলেই সন্তোষবাবু প্রাণ হারান। খবর পেয়ে চাঁদাবিলার ফরেস্ট রেঞ্জ অফিসার বিমল রাউত হুলাপার্টি ও পুলিশ নিয়ে কাশিয়ার জঙ্গলে পৌঁছন। হামলাকারী হাতিটিকে খেদিয়ে দিয়ে সন্তোষবাবুর মৃতদেহটি উদ্ধার করা হয়। বন দফতর সূত্রে জানা গিয়েছে, নয়াগ্রামের চাঁদাবিলা রেঞ্জের জঙ্গলে চারটি ‘রেসিডেন্ট’ বা স্থানীয় হাতি ঘুরে বেড়াচ্ছে। ওই হাতিরই একটি সন্তোষবাবুর উপর হামলা চালিয়েছে বলে অনুমান। খড়্গপুরের ডিএফও অঞ্জন গুহ বলেন, “মৃতের পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। স্থানীয় হাতিগুলির গতিবিধির উপর নজর রাখছেন বনকর্মীরা।”

ধরা পড়ল হনুমান

নিজস্ব সংবাদদাতা • অন্ডাল

অবশেষে অন্ডালের দক্ষিণখণ্ড গ্রামে উত্‌পাত করা হনুমানটিকে ধরল বন দফতর। মঙ্গলবার সকালে তাড়া খেয়ে একটি বাড়িতে ঢুকে পড়ে হনুমানটি। বনকর্মীরা এসে ঘুমপাড়ানি গুলি ছোড়েন। হনুমানটি অচেতন হয়ে পড়লে তাকে জঙ্গলে ছেড়ে দেওয়ার জন্য নিয়ে যান বনকর্মীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement