দাঁতালের হামলায় জখম
নিজস্ব সংবাদদাতা • কোটশিলা
দলছুট দাঁতালের আক্রমণে জখম হলে এক গ্রামবাসী। বৃহস্পতিবার ভোরে পুরুলিয়ার কোটশিলার মুদিডি গ্রামের ঘটনা। গ্রামেরই অদূরে সুধন্য কুমার নামে ওই বাসিন্দাকে দাঁতালটি আক্রমণ করে। জখম সুধন্য পুরুলিয়া শহরের একটি নার্সিংহোমে ভর্তি। কোটশিলা রেঞ্জের রেঞ্জ অফিসার সমীর বসু বলেন, “দাঁতালের আক্রমণে জখম ব্যক্তির চিকিত্সার ভার বন দফতর নেবে।” প্রসঙ্গত, ঝালদা এলাকার এই দাঁতালটির আক্রমণে আগেই দুই গ্রামবাসীর মৃত্যু হয়েছে। এ ছাড়াও জখম হয়েছেন বেশ কয়েক জন। ফলে দাঁতালটিকে রোগ ঘোষণার প্রক্রিয়া শুরু করেছিল বন দফতর। তারই মধ্যে হঠাত্ করেই দাঁতালটিকে আর এলাকায় দেখা যাচ্ছিল না। বন দফতরের আশা ছিল, হাতিটি সুবণর্র্রেখা নদী পেরিয়ে ঝাড়খণ্ডে চলে গিয়েছে। কিন্তু, বন দফতর ও স্থানীয় সূত্রের খবর, সেই আশায় জল ঢেলে গত এক সপ্তাহ ধরে দাঁতালটিকে ফের এই এলাকায় দেখা যাচ্ছিল। এ দিন সেটিরই সামনে পড়ে যান সুধন্য কুমার। এ দিনের হামলার পরে সমীরবাবু বলেন, “আমরা গ্রামবাসীদের সতর্ক থাকতে বলেছি।”
পূর্বস্থলীর বিলে।
যখন চালকের আসনে। বৃহস্পতিবার পুরশুড়ায়। ছবি: মোহন দাস।