টুকরো খবর

গ্রামে ঢুকে পড়া এক চিতাবাঘের হানায় জখম হলেন ৫ গ্রামবাসী। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। তবে এখনও চিতাবাঘটির ধরতে পারেনি বন কর্মীরা। মঙ্গলবার সকালে ধুবুরির শৌলমারি গ্রামে ঘটনাটি ঘটে। গুরুতর দখম দুই জনকে ধুবুরি জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গ্রামবাসীরা জানিয়েছেন, এদিন সকালে প্রায় ৪ ফুট লম্বা একটি চিতাবাঘ গ্রামের একটি সর্ষা খেতে লুকিয়ে ছিল। গ্রামের কৃষক ফয়জল হক খেতে গেলেই বুনোটি তাঁর উপর ঝাপিয়ে পড়ে।

Advertisement
শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৪ ০২:২৭
Share:

চিতাবাঘের হানায় জখম পাঁচ গ্রামবাসী
নিজস্ব সংবাদদাতা • ধুবুরি

Advertisement

গ্রামে ঢুকে পড়া এক চিতাবাঘের হানায় জখম হলেন ৫ গ্রামবাসী। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। তবে এখনও চিতাবাঘটির ধরতে পারেনি বন কর্মীরা। মঙ্গলবার সকালে ধুবুরির শৌলমারি গ্রামে ঘটনাটি ঘটে। গুরুতর দখম দুই জনকে ধুবুরি জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গ্রামবাসীরা জানিয়েছেন, এদিন সকালে প্রায় ৪ ফুট লম্বা একটি চিতাবাঘ গ্রামের একটি সর্ষা খেতে লুকিয়ে ছিল। গ্রামের কৃষক ফয়জল হক খেতে গেলেই বুনোটি তাঁর উপর ঝাপিয়ে পড়ে। গলায় কামড় দেয়। যা দেখে অন্য বাসিন্দারা লাঠিসোঁটা নিয়ে তাড়া করলে ফয়জলবাবুকে ছেড়ে দিয়ে চিতাবাঘটি গ্রামের সামসুল হকের ঘরে ঢুকে যায়। একাংশ গ্রামবাসী ধারাল অস্ত্র নিয়ে চিতাবাঘটির উপর চড়াও হন। সেই সময় সেটি আরও চারজনকে জখম করে। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ দমকল এবং বন দফতরের লোকেরা এলাকায় যান। ওই বাড়ির একটি ঘরের সেটি লুকিয়ে পড়ে। কিন্তু ঘুমপাড়ানি গুলি না থাকায় সন্ধ্যা অবধি চিতাবাঘটিকে কাবু করা যায়নি। বাড়িটি পুলিশ ও সিআরপিএফের একটি দল ঘিরে রেখেছে। ধুবুরির বিভাগীয় বনাধিকারিক রাঘবেন্দ্র বর্মন জানান, সম্ভবত লাগোয়া আলকঝারি জঙ্গল থেকে বার হয়ে নদী পার হয়ে চিতাবাঘটি গ্রামে ঢুকেছে। আমরা সেটিকে ধরার চেষ্টা করছি। তবে ঘুমপাড়ানি গুলি না থাকায় সমস্যা হয়েছে। গুয়াহাটি সদর দফতরে বিষয়টি জানানো হয়েছে। রাতের মধ্যে তা চলে আসবে। তার পরেই চিতাবাঘটিকে ধরা যাবে বলে আশা করছি।

Advertisement

তক্ষক কারবারে ধৃত
নিজস্ব সংবাদদাতা • হাবরা

ক্রেতা সেজে গিয়ে একটি বাড়ি থেকে ৪ জন তক্ষক ব্যবসায়ীকে ধরল হাবরা থানার পুলিশ। সোমবার দুপুরে গোবরডাঙার ওই ঘটনায় ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তিনটি তক্ষক। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম অরূপ চট্টোপাধ্যায়, বিশ্বনাথ দাস, জীবন চক্রবর্তী ও অসীম মণ্ডল। বাড়ি গোবরডাঙা, মছলন্দপুর ও ঘোলা এলাকায়। পুলিশ তক্ষকগুলি বন দফতরের হাতে তুলে দিয়েছে।

নিতুড়িয়ায় হায়না উদ্ধার


উদ্ধার হওয়া হায়না ব্লক প্রাণিস্বাস্থ্য কেন্দ্রে। নিজস্ব চিত্র

শিকার করতে পঞ্চকোট পাহাড়ের জঙ্গল থেকে লোকালয়ে এসেছিল পূর্ণ বয়স্ক একটি পুরুষ হায়না। কিন্তু কোনও ভাবে পড়ে যায় গ্রামের বাইরের একটি পুকুরের জলে। একে প্রচণ্ড ঠান্ডা, তার উপরে পুকুরের হিমশীতল জল। পুকুরে পড়ে তাই শীতে কাবু হয়ে পড়ে হায়নাটি। পাড়ে উঠে ঠকঠক করে কাঁপছিল। গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে সেই অসুস্থ হায়নাটিকে উদ্ধার করল বন দফতর। সোমবার রাতে ঘটনাটি নিতুড়িয়া ব্লকের বৃন্দাবনপুর গ্রামের। রঘুনাথপুরের রেঞ্জ অফিসার সোমনাথ চৌধুরী বলেন, “মঙ্গলবার খবর পেয়ে হায়নাটিকে উদ্ধার করে ব্লক প্রাণী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসা করার পরে আপাতত সুস্থ রয়েছে। আমরা হায়নাটির উপরে নজর রেখেছি।” পঞ্চকোট পাহাড়-সহ লাগোয় এলাকায় হায়নার সংখ্যা ভালোই। কয়েক বছর আগে হায়নার উপদ্রবে আতঙ্কিত হয়ে পড়েছিল পাহাড় লাগোয়া এলাকার বাসিন্দারা। তবে সম্প্রতি হায়নার উপদ্রবের ঘটনা কার্যত নেই। বন দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে পঞ্চকোট পাহাড়ের জঙ্গল থেকে শিকার ধরতেই লোকালয়ে নেমে এসেছিল হায়নাটি। সম্ভবত শিকার তাড়া করতে গিয়ে সে পড়ে যায় পুকুরের ঠান্ডা জলে। জলে ভিজে রীতিমতো কাবু হয়ে পড়েছিল প্রাণীটি। সোমনাথবাবু জানান, গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে মঙ্গলবার সকালে বন দফতরের কর্মীরা যখন পুকুরের কাছে গিয়েছিলেন তখনও ঠান্ডায় কাঁপছিল হায়নাটি।

পাচার হওয়ার পথে উদ্ধার কচ্ছপ, গ্রেফতার তিন জন


উদ্ধার হওয়া কচ্ছপ।

পাচার হওয়ার পথে উদ্ধার হল অলিভ রিডল প্রজাতির কচ্ছপ। মঙ্গলবার খেজুরিতে কচ্ছপ পাচার হওয়ার পথে গাড়ি আটকায় পুলিশ। অন্য দিকে এ দিনই কচ্ছপের মাংস বিক্রির সময় কাঁথি থেকে ১২টি কচ্ছপ উদ্ধার করা হয়। কাঁথির এসডিপিও ইন্দ্রজিৎ বসু জানিয়েছেন, খেজুরি থানার হেঁড়িয়াতে ২৯টি কচ্ছপ উদ্ধার হয়। এ দিনই কাঁথির দক্ষিণ আমতলিয়া গ্রাম থেকেও ১২টি কচ্ছপ উদ্ধার করা হয়। হেঁড়িয়াতে কচ্ছপগুলি পাচার হওয়ার সময় সেগুলি বাজেয়াপ্ত করা হয়। গ্রেফতার করা হয় তিন পাচারকারীকেও। তাঁদের গাড়িটিও আটক করা হয়। অন্য দিকে, কাঁথি থানার দেশপ্রাণ ব্লকের দক্ষিণ আমতলিয়া গ্রামে একটি খালের ধারে কচ্ছপের মাংস বিক্রি করার সময়ই পুলিশ সেখানে হানা দেয়। সেখান থেকে উদ্ধার করা হয় ১২টি কচ্ছপ। হরশঙ্কর দাস নামে এক ব্যাক্তিকে গ্রেফতারও করা হয়। কাঁথি বন দফতরের রেঞ্জ অফিসার চক্রধর সরেন জানান, “দু’টি জায়গা থেকে উদ্ধার হওয়া মোট ৪১টি কচ্ছপের মধ্যে ৬টি কচ্ছপ মৃত।” কচ্ছপগুলিকে কাঁথিতে বন দফতরের অফিসে রাখা হয়েছে। মঙ্গলবার ধৃত চার জনকে কাঁথি আদালতে তোলা হলে বিচারক ধৃতদের জামিনের আবেদন নাকচ করে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।

গড়বেতায় হাতির তাণ্ডব

গড়বেতার দলদলি, খড়িকাশুলিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি করল হাতির দল। হাতির তাণ্ডবে গ্রামবাসীরা আতঙ্কিত। বন দফতর সূত্রে খবর, সব মিলিয়ে প্রায় ১০টি গ্রামের ১৫-২০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। দলমার ১০টি হাতির একটি দল দলদলিতে রয়েছে। অন্য দিকে ময়ূরঝর্নার ১২টি হাতির একটি দল খড়িকাশুলিতে রয়েছে। হাতির দল বাঁকুড়ার বিষ্ণুপুরে চলে গিয়েছিল। সেখান থেকে ফিরে এসেছে। বন দফতরের রূপনারায়ণ বিভাগের ডিএফও রবীন্দ্রনাথ সাহা বলেন, “ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। হাতির দলের গতিবিধির উপর নজর রাখা হয়েছে। ওই এলাকা থেকে হাতি তাড়ানোরও চেষ্টা চলছে।” ময়ূরঝর্নার দলে থাকা একটি বাচ্চা হাতি সম্প্রতি মারা গিয়েছে। তাই হাতিরা ক্ষিপ্ত হয়ে আছে বলে বন দফতরের এক কর্তার মত।

চন্দননগরের পরিবেশমেলা

রাজ্যের একমাত্র পরিবেশ মেলা আগামী ২৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে চন্দননগরে। সবুজের অভিযানের উদ্যোগে এই মেলাটি অনুষ্ঠিত হবে চন্দননগর বড়বাজারে সংস্থার মাঠে। চলবে ২৭ তারিখ পর্যন্ত। সবুজের অভিযান ছাড়াও এলাকার মোট ১৪টি সংস্থা ওই মেলায় অংশগ্রহণ করে। এ বার ওই মেলার উদ্বোধন করবেন শারীরিক প্রতিবন্ধকতা আছে, এমন মানুষজন। পার্টনার সংস্থার উদ্যোগে সম্প্রতি ওই দলটি হিমালয়ের অন্নপূর্ণা বেসক্যাম্প অভিযান করে এসেছে। উদ্যোক্তাদের পক্ষে বিশ্বজিত্‌ মুখোপাধ্যায় বলেন, “পরিবেশের উপর এখন সাংঘাতিক অত্যাচার নেমে আসছে প্রতিদিন। মানুষকে সচেতন করতেই এই মেলা। পরিবেশ নিয়ে যাঁরা কাজ করে চলেছেন, আমাদের প্রচেষ্টা তাঁদের উত্‌সাহিত করবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement