dogs

শুধুই আদর নয়, এ সব কারণেও মানুষের গা চাটে কুকুর!

অন্য পশুরা না হয় নিজেদের বা তার ছানাদের গা চেটে পরিষ্কার করে। কিন্তু কুকুরই একমাত্র যে তার পছন্দের মানুষকেও চেটে দেয়। শুধুই ভালবাসা বোঝাতে? না কি এর অন্য কারণও আছে?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৮ ১০:৫৪
Share:
০১ ০৮

পছন্দের কাউকে দেখলেই এরা তাঁদের গা চেটে দেয়।একটু আদর পেলেই গা চেটে জানান দেয় ফিরতি আদর। কুকুরদের এই স্বভাবের সঙ্গে আমরা অপরিচিত নই। অন্য পশুরা না হয় নিজেদের বা তার ছানাদের গা চেটে পরিষ্কার করে। কিন্তু কুকুরই একমাত্র যে তার পছন্দের মানুষকেও চেটে দেয়। শুধুই ভালবাসা বোঝাতে? না কি এর অন্য কারণও আছে?

০২ ০৮

সাধারণত, আদর চাইতে বা আদর প্রকাশ করতে কুকুর এমনটা করে, এমনই মনে করেন তো? কিন্তু পশুর স্বভাব নিয়ে কাজ করা গবেষকরা জানাচ্ছেন মোটেও কেবল আদর প্রদর্শনের জন্যই গা চাটে না কুকুর। বরং এর পিছনে আরও কিছু কারণ আছে! দেখে নিন সে সব।

Advertisement
০৩ ০৮

তাঁদের মতে, কেবল আদর চাওয়াই নয়, খিদে পেলে বা তেষ্টা পেলে সামনের মানুষটার দৃষ্টি আকর্ষণ করতেও সে চেটে দেয় শরীর। অনেক সময় আদর না করলেও হঠাৎই কুকুর শুরু করে গা-হাত-পা চাটা। তখনই তাদের খিদে বা তেষ্টা পেয়েছে ধরে নিতেই পরামর্শ গবষকদের। তবে এমন ব্যবহারের আরও কারণ আছে। কী কী সে সব?

০৪ ০৮

চেটে দেওয়া আসলে কুকুরের একটি অনুভূতিরই প্রকাশ। চার পাশের পরিবেশ, মানুষ ইত্যাদি নিয়ে ধারণা তৈরি করতে তাদের জিভের স্বাদকোরক কাজ করে। প্রতিটি মানুষ-সহ জিনিসপত্রের সঙ্গেও নিজেকে পরিচিত করতে জিভ ও লালার সাহায্য নেয় কুকুর। গবেষকদের দাবি, চার পাশের প্রতি জন মানুষের শরীরের স্বাদ তারা মনেও রাখতে পারে।

০৫ ০৮

তবে অনেক সময় পাপোষ বা আসবাবও সে চাটতে থাকলে বুঝবেন গ্যাস্ট্রোইন্টেস্টিনালের কোনও সমস্যায় ভুগছে সে। তখন তাকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যান।

০৬ ০৮

কুকুর যেমন নিজের শরীর চেটে পরিষ্কার করে, তেমনই মনে করে তার চার পাশের মানুষদেরও গা চেটে পরিষ্কার করা দরকার। তাই মাঝে মাঝেই সে আপনার গা চেটে দেয়।

০৭ ০৮

প্রভুর বা পছন্দের মানুষের গা চেটে দিলে কুকুরের শরীর থেকে এন্ডরফিন ক্ষরণ হয়। যা তাকে মানসিক আরাম ও তৃপ্তি দেয়। তাই ঘন ঘন গা চাটতে সে পছন্দ করে।

০৮ ০৮

আরও একটি কারণে কুকুর শরীর চেটে দেয়। জানেন তা কী? আমাদের শরীরের ঘামে ফেরোমন নামক একটি রাসায়নিক পদার্থ থাকে। তা থেকে আমাদের মেজাজ বোঝা যায়। কুকুরের মুখের লালা সেই ফেরোমনের সংস্পর্শে এলে চার পাশএর মানুষের মন-মেজাজও সে বুঝতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement