Science News

আইফোনের ফিচার নিয়েই বাজারে শাওমি এমআই মিক্স ২

বাজারে পড়তে না পড়তেই যেন হট কেকের মতো উবে যায় বেমালুম। এ বার নতুন মডেল নিয়ে ফের হাজির শাওমি। নতুন কী কী ফিচার এল? দেখে নেওয়া যাক গ্যালারির পাতায়।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৭ ১২:৫২
Share:
০১ ০৮

চিনের বাজারে সদ্য়ই লঞ্চ করেছে এই ফোন। ভারতেও শীঘ্রই আসবে শাওমির নতুন মডেল এমআই মিক্স ২।

০২ ০৮

এই ফোনের সবচেয়ে আকর্ষণীয় ফিচার, আইফোনের মতো ব্যাজেল-লেস ডিসপ্লে। সঙ্গে থাকবে পোর সাইডেড কার্ভড সেরামিক বডি। সুতরাং বোঝাই যাচ্ছে, আগের মডেলগুলো থেকে লুকসের দিক থেকে অনেকটাই আলাদা হবে এমআই মিক্স ২।

Advertisement
০৩ ০৮

শুধু তাই নয় এমআই মিক্স-এর থেকে ২.৫ শতাংশ পাতলা, ১১.৫ শতাংশ হাল্কা এবং ১১.৯ শতাংশ ছোট নতুন মডেল এমআই মিক্স ২। তবে ছোট হলেও এমআই মিক্স-এর থেকে খানিকটা চাওড়া ওই মডেলটি।

০৪ ০৮

নতুন এই মডেলে থাকবে ৬ জিবি র‌্যাম, ৩,৪০০ এমএএইচ ব্যাটারি। আবার স্পেশ্যাল এডিশন পাবেন ৮ জিবি র‌্যামে। তিনটি আলাদা আলাদা মডেলে ইন্টারনাল স্টোরেজ থাকবে ৬৪, ১২৮ এবং ২৫৬ জিবি।

০৫ ০৮

এমআই মিক্স ২-এর ডিসপ্লে ৫.৯৯ ইঞ্চির। ১০৮০*২১৬০ পিক্সেল রেসলিউশন রয়েছে এই ফোনে।

০৬ ০৮

১২ মেগাপিক্সেল সোনি IMX382 সেনসর রিয়ার ক্যামেরা থাকবে। ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। দু’টিতেই থাকবে ফেস রেকগনিশন টেকনোলজি।

০৭ ০৮

আপাতত শুধুমাত্র সাদা ও কালো রঙে পাওয়া যাবে এই মডেল। অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর রয়েছে এমআই মিক্স ২-এ। রয়েছে ডুয়াল সিমের সুবিধাও। সাপোর্ট করবে ৪জি এলটিই ভোল্টই।

০৮ ০৮

তবে শাওমির অন্যান্য ফোনের থেকে দাম বেশ অনেকটাই চড়া এই মডেলগুলির। ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ হলে ভারতীয় মুদ্রায় এর দাম পড়বে প্রায় ৩২,৩৯০ টাকা। ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম আনুমানিক ৩৫ হাজার ৩৮৭ টাকা। ৬ জিবি র‌্যাম, ২৫৬ জিবি স্টোরেজের দাম ৩৯ হাজার ২১০ টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement