nasa

NASA: আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ছ’মাস কাটিয়ে ভারতীয় বংশোদ্ভূত রাজা পৃথিবীতে ফিরছেন শুক্রে

‘নাসা’ গত বছরের নভেম্বরে স্পেসএক্সের রকেটে ওই চার নভশ্চরকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠিয়েছিল। অভিযানের নাম ছিল ‘স্পেসএক্স ক্রু-৩’।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ০৪ মে ২০২২ ২০:১০
Share:

রাজা চারি। ছবি: সংগৃহীত।

মহাকাশে ছ’মাস কাটিয়ে আগামী শুক্রবার পৃথিবীর মাটিতে ফিরছেন ভারতীয় বংশোদ্ভূত নভশ্চর রাজা চারী। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা ‘নাসা’র তরফে বুধবার এ কথা জানানো হয়েছে।

ভারতীয় বংশোদ্ভূত আমেরিকায় নাগরিক রাজার সঙ্গেই স্পেসএক্স ড্রাগন মহাকাশযানে নাসার নভশ্চর টম মার্শবার্ন, কায়লা ব্যারন এবং ইউরোপীয় মহাকাশ সংস্থার (ইএসএ) ম্যাথিয়াস মুর আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরবেন।

Advertisement

‘নাসা’ গত বছরের নভেম্বরে স্পেসএক্সের রকেটে ওই চার নভশ্চরকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)-এ পাঠিয়েছিল। অভিযানের নাম ছিল ‘স্পেসএক্স ক্রু-৩’। সেই চার মহাকাশচারীর অন্যতম ছিলেন রাজা। স্পেসএক্সের কমান্ডারের দায়িত্বে ছিলেন তিনি।

ভারতীয় বংশোদ্ভূত ওই মহাকাশচারীর পুরো নাম রাজা জন বরপুতুর চারী। ইউএস এয়ারফোর্স, এমআইটি এবং ইউএস নাভাল টেস্ট পাইলট স্কুলের স্নাতক। ৫৫ বছর বয়সে ২৫০০ ঘণ্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা রয়েছে রাজার। নাসায় যোগ দিয়েছিলেন ২০১৭ সালে। দু’বছরের প্রশিক্ষণ শেষে পুরোদস্তুর মহাকাশচারী হন তিনি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন