নজির! ২০টা উপগ্রহ নিয়ে মহাকাশে যাচ্ছে ইসরোর রকেট

গত কাল থেকেই শুরু হয়ে গিয়েছে ৪৮ ঘণ্টার কাউন্ট ডাউন। বুধবার মোট ১৯টি কৃত্রিম উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি জমাবে ইসরোর ‘পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল’ বা ‘পিএসএলভি-সি-৩৪’। সঙ্গে যাবে ভূ-পর্যবেক্ষণের জন্য একেবারে দেশীয় প্রযুক্তিতে বানানো ভারতীয় মহাকাশযান ‘কার্টোস্যাট-২’।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ জুন ২০১৬ ২২:২১
Share:

গত কাল থেকেই শুরু হয়ে গিয়েছে ৪৮ ঘণ্টার কাউন্ট ডাউন।

Advertisement

বুধবার মোট ১৯টি কৃত্রিম উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি জমাবে ইসরোর ‘পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল’ বা ‘পিএসএলভি-সি-৩৪’। সঙ্গে যাবে ভূ-পর্যবেক্ষণের জন্য একেবারে দেশীয় প্রযুক্তিতে বানানো ভারতীয় মহাকাশযান ‘কার্টোস্যাট-২’। ভারতের মহাকাশ বিজ্ঞান-চর্চার ইতিহাসে যা একটি নজির।

বুধবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধবন মহাকাশ কেন্দ্র থেকে সকাল ঠিক ৯টা ২৬ মিনিটে উৎক্ষেপণ করা হবে ‘পিএসএলভি-সি-৩৪’কে। এর আগে ২০০৮ সালে একই সঙ্গে মোট ১০টি কৃত্রিম উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি জমিয়েছিল ইসরোর রকেট।

Advertisement

আরও পড়ুন- মাথার বাইরে মগজ! দিব্যি রয়েছে এই ৭ মাসের শিশু

ইসরো সূত্রে জানানো হয়েছে, বুধবার উৎক্ষেপণের সময় ‘পিএসএলভি-সি-৩৪’-এর মোট ওজন থাকবে ৫৬০ কেজি। তবে তার সঙ্গে মহাকাশযান ‘কার্টোস্যাট-২’-এর ওজন যোগ করলে দাঁড়াবে ১,২৮৮ কেজি। ওই ওজন নিয়ে ‘পিএসএলভি-সি-৩৪’ পৌঁছে যাবে পৃথিবীর মেরু-ঘেঁষা ৫০৫ কিলোমিটার ওপরের কক্ষপথে। যার নাম- ‘সান সিনক্রোনাস অরবিট’ (এসএসও)। কাল যে ১৯টি কৃত্রিম উপগ্রহকে মহাকাশে পৌঁছে দেবে ইসরোর ‘পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল’, তার মধ্যে রয়েছে আরও ৪টি দেশের উপগ্রহ। আমেরিকা, জার্মানি, কানাডা ও ইন্দোনেশিয়ার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement