নতুন সবচেয়ে বড় জানা মৌলিক সংখ্যা আবিষ্কার

‘274,207,281 − 1’,— এটি ২২ কোটি ৩৩ লক্ষ ৮ হাজার ৬১৮ অঙ্কের একটি সংখ্যা। এ পর্যন্ত জানা এটিই বৃহত্তম মৌলিক সংখ্যা।আবিষ্কার হল এ বছরই। আমেরিকার ইউনিভার্সিটি অব সেন্ট্রাল মিসৌরির অধ্যাপক কার্টিস কুপার এটি আবিষ্কার করেছেন গত ৭ জানুয়ারি। তারপর নানা ভাবে পরীক্ষা করে অঙ্কবিদরা নিশ্চিত হয়েছেন, হ্যাঁ, এটি একটি মৌলিক সংখ্যাই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০১৬ ২১:২৫
Share:

এটি ২২ কোটি ৩৩ লক্ষ ৮ হাজার ৬১৮ অঙ্কের একটি সংখ্যা।

‘274,207,281 − 1’

Advertisement

এটি ২২ কোটি ৩৩ লক্ষ ৮ হাজার ৬১৮ অঙ্কের একটি সংখ্যা। এ পর্যন্ত জানা এটিই বৃহত্তম মৌলিক সংখ্যা।আবিষ্কার হল এ বছরই।

আমেরিকার ইউনিভার্সিটি অব সেন্ট্রাল মিসৌরির অধ্যাপক কার্টিস কুপার এটি আবিষ্কার করেছেন গত ৭ জানুয়ারি। তারপর নানা ভাবে পরীক্ষা করে অঙ্কবিদরা নিশ্চিত হয়েছেন, হ্যাঁ, এটি একটি মৌলিক সংখ্যাই।

Advertisement

তিন বছর পর আরও একটি মৌলিক সংখ্যা আবিষ্কার হল অঙ্কের দুনিয়ায়। এর আগে শেষ ‘বৃহত্তম’ মৌলিক সংখ্যা আবিষ্কার হয়েছিল ২০১৩ সালের জানুয়ারি মাসেই।

ইউক্লিড প্রমাণ করে গিয়েছিলেন, মৌলিক সংখ্যার কোনও শেষ নেই। সেই অসীম সংখ্যক মৌলিক সংখ্যার আবিষ্কারের দৌড়ে বহু কাল ধরে মেতে আছে মানুষ। সেই অসীমের দৌড়ে আরও এক ধাপ এগোনো গেল। কিন্তু বাকি রইল অসীমই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement