আরও ঝকঝকে সেল্‌ফি তোলার নয়া অ্যাপ মাইক্রোসফ্টের, নিখরচায়

আমার মতো কুশ্রী মানুষ খবরটা শুনে খুব খুশি! আমার-আপনার জন্য একেবারে নিখরচায় নতুন একটি ‘সেল্‌ফি অ্যাপ’ বাজারে আনল মাইক্রোসফ্ট।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৬ ১৮:১৫
Share:

আমার মতো কুশ্রী মানুষ খবরটা শুনে খুব খুশি!

Advertisement

দেখতে কদাকার, তাই আমি কিছুতেই সেল্‌ফি তুলতে চাইতাম না।

কিন্তু এ বার মাইক্রোসফ্ট আমার সব দুশ্চিন্তা দূর করে দিয়েছে!

Advertisement

এ বার আমি টপাটপ সেল্‌ফি তুলব। আপনিও কি চান, সেল্‌ফিতে আপনার ছবি আরও ‘ব্লো-হট’ হোক? চান, আপনার সেল্‌ফি হয়ে উঠুক আরও ঝকঝকে-তকতকে?

আমার-আপনার জন্য একেবারে নিখরচায় নতুন একটি ‘সেল্‌ফি অ্যাপ’ বাজারে আনল মাইক্রোসফ্ট। যাতে আমার-আপনার সেল্‌ফিকে আরও বেশি উজ্জ্বল, আরও বেশি আকর্ষক করে তোলা যায়। প্রায় একই রকম সুবিধা এখন পাওয়া যায় ‘জিয়াওমি’ স্মার্টফোনের ‘বিউটি’ অপশনে।

তবে মাইক্রোসফ্‌টের দাবি, তাদের নতুন ‘সেল্‌ফি অ্যাপ’ স্বয়ংক্রিয় ভাবেই আমার-আপনার সেল্‌ফিকে আরও ঝকঝকে করে তোলার জন্য কতটা আলোর দরকার, ফোকাল লেংথ কতটা হলে ছবিটা আরও ভাল হবে, তা ঠিক করে নেবে। এমনকী, আমার-আপনার মুখের অবাঞ্ছিত দাগ বা ত্রুটি-বিচ্যুতিগুলোকেও ঢেকেঢুকে দেবে। আর তাতে ছবির গুণমানে কোনও হেলদোল তো হবেই না, বরং মনে হতে পারে আমাদের বয়স অনেকটাই কমে গিয়েছে!

মোবাইল স্ক্রিনেই রয়েছে স্লাইডার। যা দিয়ে আমি-আপনি ইচ্ছা মতো আমাদের সেল্‌ফিকে আরও ঝকঝকে করে তুলতে পারব। সেই সব সেল্‌ফি হবে অনেক বেশি রঙীন। আশপাশের আওয়াজও তাতে ইচ্ছা মতো কমানো যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন