Jio

জিও ফোন ব্যবহারকারীদের জন্য নতুন কী সুখবর এল?

লম্বা সময়ের ভ্যালিডিটির দু’টি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল জিও। ২৯৭ টাকা ও ৫৯৪ টাকা দামের এই দু’টি নতুন প্ল্যানে জিও ফোন ব্যবহারকারীরা লাভবান হবেন বলেই মনে করছেন জিও কর্তারা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০১৯ ১৮:০৩
Share:

ছবি: শাটারস্টক

টেলিকম দুনিয়ায় একের পর এক চমক দিয়েই চলেছে জিও। এবার জিও ফোন গ্রাহকদের জন্য নতুন সুবিধা নিয়ে এল তারা। লম্বা সময়ের ভ্যালিডিটির দু’টি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল জিও। ২৯৭ টাকা ও ৫৯৪ টাকা দামের এই দু’টি নতুন প্ল্যানে জিও ফোন ব্যবহারকারীরা লাভবান হবেন বলেই মনে করছেন জিও কর্তারা।

Advertisement

জিও ফোন ব্যবহারকারীদের জন্য এই দু’টি ভ্যালিডিটি প্যাকে থাকছে আনলিমিটেড ফোন কল ও ইন্টারনেট ব্যবহার করার সুযোগ। জিও অ্যাপগুলিও ব্যবহার করা যাবে বিনামূল্যেই। বর্তমানে ৪৯ টাকা, ৯৯ টাকা ও ১৫৩ টাকার যে প্ল্যানগুলি বাজারে আছে, সেই সবকটিরই ভ্যালিডিটি ২৮ দিন। নতুন এই ২৯৭ টাকা রিচার্জের ভ্যালিডিটি থাকবে ৮৪ দিন। ৫৯৪ টাকা রিচার্জের ভ্যালিডিটি থাকবে ১৬৮ দিন।

২৯৭ টাকার রিচার্জে ৮৪ দিনের জন্য প্রতিদিন ৫০০ এমবি করে ডেটা ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। ৫৯৪ টাকার রিচার্জে এই সুবিধা পাওয়া যাবে ১৬৮ দিনের জন্য। এ ছাড়াও সারা মাসে মোট ৩০০ এসএমএস করার সুবিধাও পাওয়া যাবে এই ভ্যালিডিটি প্যাকে। দৈনিক ৫০০ এমবি ডেটা ব্যবহার হয়ে গেলেও ৬৪ কেবিপিএস স্পীডে ইন্টারনেট ব্রাউজ করা যাবে বলে জানানো হয়েছে জিওর তরফে।

Advertisement

আরও পড়ুন: এই প্রথম আমাদের অস্থিতেও রক্তনালীর হদিশ মিলল

আরও পড়ুন: কেমন হবে শাওমির নতুন ফোল্ডেবল ফোন? দেখে নিন ভিডিয়োতে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন