এ বার সিলদের জন্যও ঝকঝকে স্মার্টফোন!

স্কটল্যান্ডের ওর্কনি দ্বীপপুঞ্জের সিলদের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমে যাচ্ছে। কেন কমছে, তার উত্তর খুঁজতে বিজ্ঞানীরা ব্যবহার করবেন স্মার্টফোন প্রযুক্তি। সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী সিলদের শরীরের সঙ্গে যুক্ত করে দেওয়া হবে এই প্রযুক্তি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ জুন ২০১৬ ১৮:০০
Share:

স্কটল্যান্ডের ওর্কনি দ্বীপপুঞ্জের সিলদের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমে যাচ্ছে। কেন কমছে, তার উত্তর খুঁজতে বিজ্ঞানীরা ব্যবহার করবেন স্মার্টফোন প্রযুক্তি। সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী সিলদের শরীরের সঙ্গে যুক্ত করে দেওয়া হবে এই প্রযুক্তি।

Advertisement

ইউনিভার্সিটি অফ সেন্ট অ্যান্ড্রুজের সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীদের নিয়ে গবেষণারত ‘সি ম্যামাল রিসার্চ ইউনিট’ আগামী তিন বছর ধরে একটি সমীক্ষা চালাবে ওর্কনি দ্বীপপু়্জের সিল মাছেদের উপর। তারই অঙ্গ হিসাবে সিলদের মাথার পেছনে মোবাইল স্মার্টফোন প্রযুক্তি লাগিয়ে দেবেন গবেষকরা।

কোনও ক্ষতি না করে, এদের মাথার পেছনে যে নরম ফার থাকে, সেখানে স্মার্টফোন প্রযুক্তিতে তৈরি ‘টেলিমেট্র ট্যাগ’গুলি লাগিয়ে দেওয়া হবে।

Advertisement

আরও পড়ুন- কেন জলসাঘরের বাতির মতো নিভল না ব্রহ্মাণ্ড?

বিজ্ঞানীদের মতে এদের ওজন বেশ হালকা। আর একটি নির্দিষ্ট সময় পরে সিলগুলি যখন তাদের চামড়া খসিয়ে ফেলবে, তখন এই ট্যাগগুলিও তাদের গা থেকে খসে পড়বে।

এই ট্যাগ-লাগানো সিলগুলি যখন সমুদ্র থেকে ভেসে উঠবে বা সৈকতে বিশ্রাম নেবে তখন নানা গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে যাবে বিজ্ঞানীদের কাছে। তাঁরা সেই তথ্য বিশ্লেষণ করে খুঁজে বার করার চেষ্টা করবেন কেন সিলের সংখ্যা।

এই প্রযুক্তি সরবরাহকারী সংস্থার মতে, গাড়ি, হার্ট মনিটার বা স্মার্ট মনিটারে যে প্রযুক্তি ব্যবহার করা হয় সিলদের তথ্য সংগ্রহ করতে সেই একই প্রযুক্তি ব্যবহার করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement