Lionel Messi in Kolkata

কলকাতায় থাকবেন সাড়ে ১২ ঘণ্টা, ভারত সফরে আরও তিন শহরে যাবেন মেসি, কোথায়, কী করবেন লিয়ো? রইল সম্পূর্ণ সূচি

শুক্রবার ভোররাতে কলকাতায় পা রাখছেন লিয়োনেল মেসি। তিন দিনের সফরে ভারতের চারটি শহরে থাকবেন তিনি। কোথাওই বেশি সময় কাটাতে পারবেন না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ২১:৫৯
Share:

লিয়োনেল মেসি। — ফাইল চিত্র।

শুক্রবার মাঝরাতে কলকাতায় পা রাখছেন লিয়োনেল মেসি। ১৪ বছর পর ভারতে আসছেন তিনি। তিন দিনের সফরে ভারতের চারটি শহরে থাকবেন তিনি। কোথাওই বেশি সময় কাটাতে পারবেন না। তবে চারটি শহরেই খ্যাতনামীদের সঙ্গে দেখা করার কথা রয়েছে মেসির। সেই তালিকায় নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায়, রেবন্ত রেড্ডি, শাহরুখ খান থেকে জন আব্রাহামেরা রয়েছেন।

Advertisement

মেসির ভারত সফরের নাম দেওয়া হয়েছে ‘গোট ট্যুর অফ ইন্ডিয়া’। কলকাতা থেকে দুপুর ২টোর সময় হায়দরাবাদের উদ্দেশে রওনা দেবেন মেসি। সেই শহরে পৌঁছে সন্ধ্যা ৭টার সময় ‘গোট কাপ’ নামের একটি ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করবেন মেসি। সেখানে থাকবেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে অনুষ্ঠান। সাত বনাম সাত একটি ফুটবল ম্যাচেও খেলার কথা রয়েছে মেসির। এর পর মেসিকে সম্মান জানিয়ে একটি সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাত ৯টা নাগাদ মেসি যাবেন ফলকনামা প্যালেসে। সেখানে বাছাই করা খ্যাতনামীদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। মুখ্যমন্ত্রী রেবন্ত ছাড়াও তেলুগু সিনেমার প্রথম সারির তারকাদের অনুষ্ঠানে থাকার কথা। সেখানেই নৈশভোজ সারবেন মেসি। রাতে থাকবেন হায়দরাবাদেই।

পর দিন, অর্থাৎ ১৪ ডিসেম্বর মেসি যাবেন মুম্বই। দুপুর ৩.৩০টে নাগাদ ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ায় ‘প্যাডেল কাপ’-এ অংশ নেবেন তিনি। শোনা যাচ্ছে, সেখানে মেসির সঙ্গে প্যাডেল খেলতে পারেন সচিন তেন্ডুলকর। এর পর ৪টের সময় খ্যাতনামীদের সঙ্গে ফুটবল ম্যাচ রয়েছে। সেখানে ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল ছেত্রীর হাজির থাকার কথা। আরও অনেক খ্যাতনামী হাজির থাকবেন। মেসি নিজে ফুটবল খেলবেন কি না তা স্পষ্ট নয়। বিকেল ৫টা নাগাদ মেসি যাবেন ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সেখানে তাঁকে সংবর্ধনা দেওয়া ছাড়াও একটি চ্যারিটি ফ্যাশন শো হবে। জন আব্রাহাম, করিনা কপূর খান, জ্যাকি শ্রফ-সহ বলিউডের তারকাদের দেখা যাবে সেই অনুষ্ঠানে। শোনা যাচ্ছে, রোহিত শর্মা এবং মহেন্দ্র সিংহ ধোনিও হাজির থাকতে পারেন। কাতার বিশ্বকাপে মেসির একটি স্মারকের নিলাম হওয়ার কথা। কলকাতার মতো ওয়াংখেড়েতেও খুদেদের নিয়ে একটি কোচিং ক্লিনিকে অংশ নেবেন মেসি। ৬০ জন ছেলেমেয়েকে ফুটবল শেখাবেন এবং নিজের অভিজ্ঞতা ভাগ করে নেবেন। নাম দেওয়া হয়েছে ‘প্রজেক্ট মহাদেব’।

Advertisement

১৫ ডিসেম্বর মেসি যাবেন দিল্লি। প্রথমে তিনি দেখা করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। যদিও সেই সময় জানা যায়নি এখনও। দুপুর ১.৩০টা থেকে অরুণ জেটলি স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে অংশ নেবেন মেসি। তাঁকে সংবর্ধিত করা হবে। পাশাপাশি, ইউরোপে গিয়ে তিনটি ট্রফি জেতা মিনার্ভা অ্যাকাডেমির ফুটবলারদের সংবর্ধিত করবেন মেসি নিজে। সেখানেও একটি কোচিং ক্লিনিকের কথা রয়েছে। স্টেডিয়ামের মাঝে একটি বিশেষ পিচ তৈরি করা হয়েছে। মোট দু’টি কোচিং ক্লিনিকে অংশ নেবেন মেসি। ফুটবলে শটও মারতে পারেন মেসি। একটি ম্যাচ হবে নয় বনাম নয় ফুটবলারের। বিকেলের দিকে ভারত ছেড়ে চলে যাওয়ার কথা রয়েছে মেসির। সেই সময়টিও এখনও নির্দিষ্ট নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement