Neil Armstrong

১৩ বছর পর ফের মিউজিয়ামের গ্যালারিতে আনা হল আর্মস্ট্রংয়ের সেই স্পেসস্যুট

প্রায় ৩০ বছর ধরে নিল আর্মস্ট্রংয়ের ওই স্পেসস্যুট স্মিথসোনিয়ানের গ্যালারিতেই রাখা ছিল।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২০ জুলাই ২০১৯ ১০:০০
Share:

স্মিথসোনিয়ানের এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামে রাখা নিল আর্মস্ট্রংয়ের স্পেসস্যুট। ছবি- টুইটার থেকে সংগৃহীত।

ঠিক ৫০ বছর আগের ঘটনা। ২০ জুলাই ১৯৬৯। চাঁদের মাটিতে পা রেখেছিলেন মহাকাশযাত্রী নিল আর্মস্ট্রং। তিনিই প্রথম মানুষ, যিনি চাঁদের মাটিতে পা দিয়েছিলেন। যে স্পেসস্যুট পরে তিনি চাঁদে গিয়েছিলেন, সেটা ফের সাধারণের জন্য সামনে নিয়ে এল আমেরিকার স্মিথসোনিয়ানের এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়াম।

Advertisement

প্রায় ৩০ বছর ধরে নিল আর্মস্ট্রংয়ের ওই স্পেসস্যুট স্মিথসোনিয়ানের গ্যালারিতেই রাখা ছিল। কিন্তু স্যুট নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় ২০০৬-এ সেটি গ্যালারি থেকে সরিয়ে নেওয়া হয়। গত ১৩ বছর ধরে নামী স্পেসস্যুট ডিজাইনারদের সঙ্গে কথা বলেন মিউজিয়াম কর্তৃপক্ষ। তার পর ওই স্পেসস্যুটটিতে সংরক্ষণ সংক্রান্ত বিভিন্ন কাজ করার পর গত মঙ্গলবার তা ফের স্মিথসোনিয়ানের গ্যালারিতে নিয়ে আসা হয়।

নিল আর্মস্ট্রংয়ের ছেলে রিক, মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেনস— ওই দিন মিউজিয়ামে এসেছিলেন। মাইক পেনস পরে বলেন, ‘‘অ্যাপোলো-১১তে চেপে আর্মস্ট্রংয়ের চাঁদে পাড়ি দেওয়া পৃথিবীর অন্যতম স্মরণীয় ঘটনা। ২০ জুলাই, ১৯৬৯— দিনটি পৃথিবীর মানুষের কাছে স্মরণীয় হয়ে আছে।’’

Advertisement

আরও পড়ুন: ৩০ বছরের মধ্যেই চাঁদে বড় শিল্পাঞ্চল গড়ে ফেলবে মানুষ!

আরও পড়ুন: নতুন দিন-ক্ষণ ঘোষণা, সোমবার দুপুরে রওনা হচ্ছে ‘চন্দ্রযান-২’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন