সূর্যের ভিতরে বিস্ফোরণ হলে প্রভাব পড়ে মানুষের শরীরেও! গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
সৌরঝড় নিয়ে মহাকাশবিজ্ঞানীরা বরাবর কৌতূহলী। সূর্যে ঝড় উঠলে তার প্রভাব পড়ে পৃথিবীর চৌম্বকক্ষেত্রে। নানা প্রান্তে বিঘ্নিত হয় ইন্টারনেট পরিষেবাও। কিন্তু সূর্যের মধ্যেকার বিস্ফোরণের প্রভাব কি পড়ে মানুষের শরীরেও? তেমন কথা আগে শোনা যায়নি। চিনের একদল বিজ্ঞানী সম্প্রতি গবেষণা করে এ বিষয়ে আলোকপাত করেছেন। তাঁরা দেখিয়েছেন, সৌরঝড়ের সঙ্গে যোগ রয়েছে আমাদের দেহে প্রবাহিত তরল রক্তের! সূর্যে ঝড় উঠলে নাকি আমাদের শরীরের ভিতর উথালপাথাল হয় রক্ত!
চিনের কিংদাও এবং ওয়েইহাই শহরে গত ছ’বছর ধরে সৌরঝড় নিয়ে গবেষণা করেছেন বিজ্ঞানীরা। তাঁদের গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘কমিউনিকেশন মেডিসিন’ নামের পত্রিকায়। মানুষের রক্তচাপের পাঁচ লক্ষেরও বেশি ‘রিডিং’ তাঁরা নিবিড় ভাবে পর্যবেক্ষণ করেছেন। সেগুলিকে ভূ-চৌম্বকীয় কার্যকলাপের সঙ্গে তুলনা করে দেখেছেন। সূর্যের যে শক্তি (সোলার এনার্জি) পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রকে প্রভাবিত করে, তাতে তারতম্যের ফলে ভূ-চৌম্বকীয় কার্যকলাপও পরিবর্তিত হয়।
চিনা গবেষকদের দাবি, আমাদের শরীরে রক্তচাপের হ্রাস-বৃদ্ধির নির্দিষ্ট একটি ধরন রয়েছে, যা ভূ-চৌম্বকীয় ব্যাঘাতের তীব্রতাকেও প্রতিফলিত করে। সহজ কথায় বললে, রক্তচাপের হ্রাস-বৃদ্ধি এবং ভূ-চৌম্বকীয় কার্যকলাপে তীব্রতার গতি একই নিয়ম মেনে ঘটে। তাদের নির্দিষ্ট চক্র রয়েছে। কখনও এক বছরে, কখনও ছ’মাসে, কখনও আবার প্রতি তিন মাসে সেই চক্র ফিরে ফিরে আসে। বাতাসের তাপমাত্রা, দূষণ প্রভৃতি নানা বিষয়ের উপর আমাদের রক্তচাপ নির্ভর করে। কিন্তু কৌতূহলের বিষয় হল, এগুলির কোনওটির সঙ্গেই রক্তচাপের এই তিন মাসের চক্রের সাদৃশ্য পাওয়া যায়নি। ভূ-চৌম্বকীয় শক্তির সঙ্গে রক্তের যোগ যে বাকিদের চেয়ে আলাদা, এ থেকে তার প্রমাণ মিলছে, দাবি গবেষকদের।
বিজ্ঞানীদের পর্যবেক্ষণ, যখন সূর্যে ঘন ঘন ঝড় ওঠে, নক্ষত্রের অন্দরের আবহাওয়া অস্থিতিশীল হয়ে পড়ে, মুহুর্মুহু সূর্যে বিস্ফোরণ হয়, তখন আমাদের রক্তচাপের গতিবিধি স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়। ভূ-চৌম্বকীয় পরিমণ্ডলে বিভিন্ন পরিবর্তনের প্রেক্ষিতে এই সময়ে রক্তচাপের প্রতিক্রিয়া আরও দ্রুত বোঝা যায়। বিজ্ঞানীরা এ-ও জানিয়েছেন, মহিলাদের ঝুঁকি এ ক্ষেত্রে পুরুষদের চেয়ে বেশি। ভূ-চৌম্বকীয় পরিবর্তনে মহিলাদের রক্তচাপ তুলনায় অনেক বেশি সংবেদনশীল। গবেষণাপত্রে বলা হয়েছে, ‘‘ভূ-চৌম্বকীয় কার্যকলাপ রক্তচাপের ওঠানামাকে আরও বাড়িয়ে তুলতে পারে। যাঁরা শারীরিক ভাবে দুর্বল, তাঁদের উপর এর প্রভাব বেশি।’’ এ ক্ষেত্রে যাঁদের হাইপারটেনশন বা অন্য কোনও অসুস্থতা রয়েছে, তাঁদের ঝুঁকিও বেশি থাকে।
বিজ্ঞানীদের মতে, এই নতুন গবেষণা চিকিৎসা বিজ্ঞানে সহায়ক হতে পারে। চিকিৎসকেরা এ বার থেকে মহাকাশের আবহাওয়ার বিষয়েও খোঁজখবর রাখতে শুরু করবেন। তাতে রোগের কারণ বুঝতে এবং চিকিৎসা করতে সুবিধা হবে। ভূ-চৌম্বকীয় কার্যকলাপ কেন আমাদের রক্তের উপর প্রভাব ফেলে, কী ভাবে এর সঙ্গে মোকাবিলা করা যায়, সে সব বিষয়ে নিশ্চিত হতে আরও গবেষণা প্রয়োজন বলে মনে করা হচ্ছে।