Nobel Prize 2025

পদার্থবিদ্যার নোবেলে ফিরে এল কোয়ান্টাম, শক্তির যান্ত্রিক টানেলিং আবিষ্কারে পুরস্কার তিন বিজ্ঞানীকে

২০২২ সালে কোয়ান্টাম মেকানিক্স সংক্রান্ত মৌলিক গবেষণার স্বীকৃতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন অ্যালান আসপেক্ট, জন ফ্রান্সিস ক্লাউসার এবং অ্যান্টন জ়াইলিঙ্গার। তিন বছর পরে আবার পদার্থবিদ্যার নোবেলে ফিরে এল কোয়ান্টাম।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৫ ১৫:৫১
Share:

বাঁদিক থেকে, জন ক্লার্ক, মিশেল এইচ ডেভোরেট এবং জন এম মার্টিনিস। ছবি: সংগৃহীত।

এ বারের পদার্থবিদ্যায় (ফিজিক্স) নোবেলজয়ী তিন বিজ্ঞানীর নাম মঙ্গলবার ঘোষণা করল রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি। জানিয়ে দেওয়া হল, ২০২৫ সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কারের জন্য যৌথ ভাবে মনোনীত হয়েছেন ব্রিটেনের জন ক্লার্ক, ফ্রান্সের মিশেল এইচ ডেভোরেট এবং আমেরিকার জন এম মার্টিনিস। তাঁদের তিন জনেরই কর্মক্ষেত্র আমেরিকা।

Advertisement

সুইডেনের নোবেল কর্তৃপক্ষ জানাচ্ছেন, বৈদ্যুতিক সার্কিটে ‘ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং’ এবং শক্তির পরিমাণ নির্ধারণের আবিষ্কারের জন্য তিন বিজ্ঞানীকে এ বারের পদার্থবিদ্যায় নোবেলের জন্য মনোনীত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ওঁদের আবিষ্কার কোয়ান্টাম পদার্থবিদ্যার এক নতুন দিগন্ত খুলে দিয়েছে।’’

সুইডিশ কমিটির নিয়ম অনুযায়ী ক্লার্ক, মিশেল এবং মার্টিনিস সমান ভাবে ভাগ করে নেবেন ১ কোটি ১০ লক্ষ সুইডিশ ক্রোনরের (প্রায় ১১ লক্ষ ডলার) পুরস্কার। প্রসঙ্গত, ২০২২ সালে কোয়ান্টাম মেকানিক্স সংক্রান্ত মৌলিক গবেষণার স্বীকৃতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন অ্যালান আসপেক্ট, জন ফ্রান্সিস ক্লাউসার এবং অ্যান্টন জ়াইলিঙ্গার। তিন বছর পরে আবার পদার্থবিদ্যার নোবেলে ফিরে এল কোয়ান্টাম।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement