বাক্সে ভরা হচ্ছে ময়াল।—নিজস্ব চিত্র।
একটি বড়সড় ময়াল উদ্ধার হল। শুক্রবার সন্ধ্যায় রঘুনাথপুর থানার মনগ্রাম থেকে বন দফতর ময়ালটিকে উদ্ধার করেছে। রঘুনাথপুরের রেঞ্জ অফিসার সোমনাথ চৌধুরী জানান, পূর্ণ বয়স্ক ময়ালটির ওজন পঁচিশ কেজি, লম্বায় কমবেশি ১৫ ফুট।’’ তাঁর দাবি, গত এক দশকে এই মাপের ময়লা রঘুনাথপুরে উদ্ধার হয়নি। বন দফতর সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যায় গ্রামের রাস্তায় ময়ালটিকে দেখতে পেয়ে গ্রামবাসী বন দফতরকে খবর দেয়। সোমনাথবাবু জানান, খাবারের সন্ধানে মাঠ বা জঙ্গল থেকে গ্রামে ঢুকে পড়েছিল ময়লাটি। বন দফতরের দাবি, ময়ালটি ছোটখাটো ছাগল সহজেই ধরে খেত পারে। আপাতত সাপকটিকে রঘুনাথপুর রেঞ্জ অফিসে কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হচ্ছে। পরে সাপটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।