খাঁচাবন্দি চিতাবাঘ

ছাগলের লোভে খাঁচা বন্দি হল চিতা বাঘ। ডুয়ার্সের বানারহাট থানার গ্যান্দ্রাপাড়া চা বাগানের ঘটনা। টানা দুই সপ্তাহ ধরে বাগানের ঝোপে ঘাঁটি গাড়ে চিতা বাঘিনীটি।

Advertisement
শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৫ ০১:৫৪
Share:

ছাগলের লোভে খাঁচা বন্দি হল চিতা বাঘ। ডুয়ার্সের বানারহাট থানার গ্যান্দ্রাপাড়া চা বাগানের ঘটনা। টানা দুই সপ্তাহ ধরে বাগানের ঝোপে ঘাঁটি গাড়ে চিতা বাঘিনীটি। এক সপ্তাহ আগে চা পাতা তোলার সময় চিতা বাঘটি আক্রমণ চালায় এক মহি;লা শ্রমিকের উপর। কোন মতে প্রাণে বাঁচেন তিনি। শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় চা পাতা তোলার কাজে যেতে ভয় পাচ্ছিলেন তাঁরা। সম্প্রতি বাগানের ৪৭ নম্বর সেকশনে বন দফতর বাঘ ধরতে খাঁচা বসায়। ছাগলের লোভে বৃহস্পতিবার গভীর রাতে খাঁচা বন্দি হয় চিতা বাঘিনী টি। ভোরে বাঘের হুংকারে ঘুম ভাঙে বাগান বাসীর। পূর্ণ বয়স্ক বাহিনীটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement