ঘড়িয়াল ধরতে

শুক্রবার সকালে উত্তর দিনাজপুরের সুবর্ণপুর থেকে প্রায় ১৫ কিলোমিটার দুরে বিসাহার অঞ্চলে মহানন্দার চরে রোদ পোহাতে দেখা যায় একটি ঘড়িয়ালকে। তা চাউর হতেই হাজার হাজার মানুষ জমা হতে শুরু করেন মহানন্দার বাংলা বিহার সীমান্তে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৫ ০৩:০১
Share:

সুবর্ণপুরে মহানন্দার তীরে ভিড় করেছে জনতা। শুক্রবার বিবেকানন্দ সরকারের তোলা ছবি।

শুক্রবার সকালে উত্তর দিনাজপুরের সুবর্ণপুর থেকে প্রায় ১৫ কিলোমিটার দুরে বিসাহার অঞ্চলে মহানন্দার চরে রোদ পোহাতে দেখা যায় একটি ঘড়িয়ালকে। তা চাউর হতেই হাজার হাজার মানুষ জমা হতে শুরু করেন মহানন্দার বাংলা বিহার সীমান্তে। নদীর দুই জনতার চিৎকারে ও হুড়োহুড়ির চোটেই সেটিকে ধরা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বনদফতরের আধিকারিক দীপর্ন দত্ত। আজ শনিবার ফের সেটিকে ধরার চেষ্টা হবে বলে জানান তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement