টুকরো খবর

ষাঁড়ের গুঁতোয় জখম হলেন মহিলা। শুক্রবার সন্ধ্যায় জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়ার বউ বাজার এবং দেশবন্ধু নগরে একটি ষাঁড় তান্ডব চলায় বলে বাসিন্দারা জানিয়েছেন। ষাঁড়ের গুঁতোয় জখম এক মহিলাকে জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement
শেষ আপডেট: ২৬ মে ২০১৪ ০২:৪০
Share:

ষাঁড়ের গুঁতোয় জখম মহিলা

Advertisement

নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি

ষাঁড়ের গুঁতোয় জখম হলেন মহিলা। শুক্রবার সন্ধ্যায় জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়ার বউ বাজার এবং দেশবন্ধু নগরে একটি ষাঁড় তান্ডব চলায় বলে বাসিন্দারা জানিয়েছেন। ষাঁড়ের গুঁতোয় জখম এক মহিলাকে জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

গন্ডার শিকার

নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি

ফের গন্ডারের চোরাশিকার হল কাজিরাঙায়। চলতি বছরে এ নিয়ে শিকারিদের গুলিতে ১৯টি গন্ডারের মৃত্যু হল। বন বিভাগ সূত্রের খবর, গত রাতে অগরাতলি রেঞ্জের দেবেশ্বরী বন শিবিরের কাছে গুলির শব্দ শোনা যায়। রক্ষীরা তল্লাশি শুরু করেন। আজ সকালে জঙ্গলের মধ্যে খড়্গহীন একটি গন্ডারের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করা হয়।

মধুর খোঁজে। বসিরহাটে তোলা ছবি।

আহারে ব্যস্ত। মায়াপুরে সুদীপ ভট্টাচার্যের তোলা ছবি।

মায়ের অপেক্ষায় দুই মাছরাঙা শাবক। ছবি: গৌতম প্রামাণিক।


জল ছিটিয়ে: গরমে আরামের স্নান। জলপাইগুড়িতে। ছবি: সন্দীপ পাল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement