টুকরো খবর

গন্ডারের গুঁতোয় জখম হন এক কৃষক। পুলিশ জানায়, অসমের বিহালি কোটলাপাথারে চাষের জমিতে কাজ করছিলেন ওই ব্যক্তি। তখনই জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে গন্ডারটি।

Advertisement
শেষ আপডেট: ০৫ জুন ২০১৪ ০১:৪২
Share:

গন্ডারের গুঁতো
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি

Advertisement

গন্ডারের গুঁতোয় জখম হন এক কৃষক। পুলিশ জানায়, অসমের বিহালি কোটলাপাথারে চাষের জমিতে কাজ করছিলেন ওই ব্যক্তি। তখনই জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে গন্ডারটি। তার গুঁতোয় ওই কৃষক আহত হন।

Advertisement

হাতির হানায় আতঙ্ক

নিজস্ব সংবাদদাতা • শামুকতলা

এক দল হাতির তাণ্ডবে অতিষ্ঠ গোটা এলাকাবাসী। শামুকতলার ময়নাবাড়ি জঙ্গল থেকে চারটি হাতির দল বেরিয়ে গ্রামে ঢুকে ভুট্টা খেত তছনছ করেছে। গোয়ালে ঢুকে একটি গরুর পেট ফুটো করে দিয়েছে দাঁতাল। জঙ্গল লাগোয়া কাঞ্জালি বস্তিতে সোমবার রাতে এমন ঘটেছে বলে বাসিন্দাদের অভিযোগ। রাত পৌনে দশটা নাগাদ একটি দাঁতাল-সহ চারটি হাতি গ্রামে ঢোকে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে। প্রায় দু’ঘণ্টা ধরে গ্রামের ভুট্টা খেতে হাতির দলটি তাণ্ডব চালায়। অন্তত সাত বিঘা জমির ভুট্টা নষ্ট হয়েছে বলে এলাকার বাসিন্দাদের অভিযোগ। সে সময়েই একটি বাড়ির গোয়ালে ঢুকে একটি গরুর পেটে দাঁত ঢুকিয়ে দেয় একটি হাতি। ঘটনাস্থলেই গরুটির মৃত্যু হয় বলে জানা গিয়েছে। উত্তর রায়ডাক রেঞ্জের রেঞ্জ অফিসার সুজিত পাল বলেন, “বন দফতরের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। হাতির হামলা ঠেকাতে এলাকায় রাতে টহল দেওয়া হচ্ছে। গ্রামবাসীদের হাতে আরও সার্চ লাইট ও পটকা দেওয়া হবে।” স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, প্রতিরাতে বুনো হাতির দল খাবারের খোঁজে গ্রামে ঢুকে হামলা চালাচ্ছে। দেদার ঘরবাড়িও ভাঙছে। হাতির দল ঘরে মজুত করে রাখা চাল, আটা, নুন নষ্ট করছে। বুনোর হামলায় ফসলও নষ্ট হচ্ছে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত দশ দিনে অন্তত তেরো বিঘা জমির ভুট্টা হাতির হামলায় নষ্ট হয়েছে। সোমবার রাতে দু’ঘণ্টা ধরে তাণ্ডব চালানোর পর গ্রামবাসী ও বনকর্মীরা মশাল জ্বালিয়ে তাড়া করলে হাতির দলটি ফের জঙ্গলে ঢুকে যায়। এক গ্রামবাসীর অভিযোগ, “প্রতি রাতে হাতির হামলায় আমরা অতিষ্ঠ। রাত হলেই গ্রামে হাতির আতঙ্ক শুরু হয়। একাধিক বার বন দফতরকে জানালেও কোনও রকম সুরাহা হয়নি।”

প্লাস্টিকের ক্যারিব্যাগ নিষিদ্ধ বালুরঘাটে

নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট

কাল বৃহস্পতিবার থেকে বালুরঘাটে প্লাস্টিক ক্যারিব্যাগ নিষিদ্ধ করল পুরসভা। এই নিষেধাজ্ঞার কথা জানিয়ে মঙ্গলবার থেকে শহর জুড়ে প্রচার চালিয়েছেন পুর কর্তৃপক্ষ। প্লাস্টিকের ক্যারিব্যগ, গ্লাস এবং থার্মোকলের পাত্র ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে পুরসভা। পুরসভার চেয়ারপার্সন চয়নিকা লাহা বলেন, “৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। সে দিন থেকে প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার নিষিদ্ধ। বিক্রেতা ও গ্রাহকরা প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার করলে ৩০০ থেকে ৫০০ টাকা জরিমানা করা হবে।” এর আগে পুরবোর্ডের তরফে এমন নির্দেশ দেওয়া হলেও, পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। সে কারণে এ দিনের ঘোষণা নিয়ে শহরবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। শহরে দূষণ রোধে পুসভার সঙ্গে শহরের পরিবেশপ্রেমী সংস্থা দিশারী সংকল্পও সামিল। সংস্থার সম্পাদক তুহিনশুভ্র মণ্ডলের অভিযোগ, “প্লাস্টিক দূষণের কবলে আত্রেয়ী নদী নাব্যতা হারাচ্ছে। শহরে নিকাশি নালা, খাঁড়িও ক্ষতিগ্রস্ত। সচেতন শহরবাসী প্লাস্টিকের কুফলের বিরুদ্ধে এই আন্দোলনে সামিল হবেন বলে আবেদন করেছি। বৃহস্পতিবার থেকে ক্যারিব্যাগের বিরুদ্ধে সচেতনার প্রচার ও অভিযান চলবে।”

সপর্দষ্টের মৃত্যু

সাপের ছোবলে মৃত্যু হয়েছে এক মহিলার। সোমবার রাতে কান্দির রসরা এলাকার ঘটনা। মৃত ওই মহিলার নাম ঋতু বাগদি (১৮)। এদিন রাতে বাড়িতে ঘুমন্ত অবস্থায় সাপে ওই মহিলার হাতে ছোবল দেয়। পরে তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসা শুরু হওয়ার আগেই তিনি মারা যান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন